কলকাতার দুই কুখ্যাত ISIS জঙ্গির বিরুদ্ধে চার্জশিট দিল NIA, মগজ ধোলাই করত এরা

কলকাতার দুই কুখ্যাত ISIS জঙ্গির বিরুদ্ধে চার্জশিট দিল NIA, মগজ ধোলাই করত এরা

দুই আইএসআইএস মেম্বারের বিরুদ্ধে এবার চার্জশিট দাখিল করল ন্যাশানাল ইনভেসটিগেশন এজেন্সি( এনআইএ)। খবর এএনআই সূত্রে।

এরা মূলত জঙ্গি কার্যকলাপে উসকানি দিচ্ছিল বলে অভিযোগ।ধৃতদের নাম মহম্মদ সাদ্দাম ওরফে সাদ্দাম মল্লিক, আব্দুল মল্লিক ও আব্দুর রাকিব কুরেশি ওরফে আবদুল রাকিব কুরেশি ওরফে কুরেশি। ইউএপিএ অ্যাক্টে তাদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে এনআইএ। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা আরোপ করা হয়েছে তাদের উপর।

কলকাতার এনআইএ কোর্টে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। গত ৬ জানুয়ারি কলকাতার স্পেশাল টাস্ক ফোর্স তাদের গ্রেফতার করেছিল। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এরা ষড়যন্ত্র করার চেষ্টা করছিল বলে অভিযোগ। সেই মতো অস্ত্র জোগাড় করছিল এরা। বিস্ফোরক জোগাড়েরও চেষ্টা হচ্ছিল। সেই সঙ্গেই মুসলিম যুবকদের নিয়োগ করে দল ভারী করার চেষ্টাও হচ্ছিল। ভারতে ও বিদেশে সন্ত্রাসবাদী কার্যকলাপকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা তারা চালাচ্ছিল।

প্রাথমিকভাবে কলকাতা এসটিএফ এনিয়ে এফআইআর করেছিল। এরপর গত ৬ ফেব্রুয়ারি এই মামলাটি এনআইএ তাদের হাতে নেয়। এনআইএর দাবি তাদের কাছ থেকে প্রচুর আপত্তিকর নথি পাওয়া গিয়েছে। এগুলিকে আইএসআইএসের হয়ে প্রচার করার জন্য তারা ব্যবহার করত। তারা মূলত এই সমস্ত সামগ্রীগুলি মুসলিম যুবকদের প্রশিক্ষণ দিতে ও তাদের আইসিস গ্রুপে নিয়োগ করতে ব্যবহার করত। মূল কথা তাদের মগজ ধোলাই করতে ব্যবহার করা হত এই সব কাগজপত্র।

তবে কুরেশির বিরুদ্ধে আগেও ইউএপিএ অ্যাক্টে মামলা হয়েছিল। সেই সময় সে সিমির সঙ্গে যোগাযোগ রাখত। পরে আবার সে আইসিসের সঙ্গে যোগাযোগ রাখত বলে অভিযোগ। মূলত আইসিসে লোকবল যাতে বাড়ে সেজন্যই তারা কাজ চালিয়ে যেত। তবে গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ তাদের গ্রেফতার করেছিল।

সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, NIA জানিয়েছে, কুরেশি ও সাদ্দাম দুজনেই আইএসআইএসে লোক নিয়োগের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জঙ্গি ভাবধারা ছড়ানোর চেষ্টা তারা করত।

(Feed Source: hindustantimes.com)