Carlo Ancelotti: তিতে যুগের অবসান ঘটিয়ে নেইমার-ভিনিসিয়াসদের নতুন হেডস্যর কার্লো অ্যানসেলোত্তি

Carlo Ancelotti: তিতে যুগের অবসান ঘটিয়ে নেইমার-ভিনিসিয়াসদের নতুন হেডস্যর কার্লো অ্যানসেলোত্তি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাতার বিশ্বকাপ (FIFA Qatar World Cup 2022) থেকে ছিটকে যাওয়ার পরেই ইস্তফা দিয়েছিলেন তিতে (Tite)। এরপর থেকে কোচের পদ ফাঁকা ছিল। তবে শেষ পর্যন্ত ব্রাজিল (Brazil) পেয়ে গেল নতুন কোচ। নেইমার (Neymar)-ভিনিসিয়াস জুনিয়রদের (Vinicius Junior) নতুন হেড স্যর হিসেবে নিযুক্ত হলেন কার্লো অ্যানসেলোত্তি (Carlo Ancelotti)। আসন্ন কোপা আমেরিকা (Copa America) থেকে পাঁচবারের বিশ্ব জয়ী দলের দায়িত্ব নেবেন ৬৪ বছরের অভিজ্ঞ কোচ। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (Brazilian Football Confederation) প্রেসিডেন্ট এডনালডো রডরিগেজ (Ednaldo Rodrigues) সেটা জানিয়েছেন।

অ্যানসেলোত্তি দায়িত্ব না নেওয়া পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের রিমোট কন্ট্রোল ফ্লুমিনেন্সের কোচ ফার্নান্দো দিনিজের হাতে থাকবে। রডরিগেজ বলেছেন, “দিনিজের গেম প্ল্যান, খেলানোর ধরন অ্যানসেলোত্তির মতোই। কোপা আমেরিকা থেকে দায়িত্ব নেবে অ্যানসেলোত্তি।”

কোপা আমেরিকার দিনক্ষণ ঘোষিত হয়ে গিয়েছে। কোপা আমেরিকার বল গড়াবে ২০ জুন। রিয়াল মাদ্রিদের সঙ্গে অ্যানসেলোত্তির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২৪ সালের ৩০ জুন। তারপরেই হলুদ বাহিনীর সঙ্গে যুক্ত হবেন এই ইতালীয়।

পারমা (Parma), জুভেন্টাস (Juventus) , এসি মিলান (AC Milan), চেলসি (Chelsea), পিএসজি (Paris Saint Germain), রিয়াল মাদ্রিদ (Real Madrid), বায়ার্ন মিউনিখ (Bayern Munich), নাপোলি (Napoli), এভার্টনের (Everton) মতো প্রথমসারির ক্লাবে কোচিং করিয়েছেন বিখ্যাত অ্যানেসেলোত্তি। তবে এর আগে কোনও আন্তর্জাতিক দলের হেড স্যর হিসেবে কাজ করার অভজ্ঞতা তাঁর নেই। কোচিং কেরিয়ারের একেবারে শুরতে, সেই ১৯৯২-১৯৯৫ সাল পর্যন্ত  ইতালির সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন তিনি। ব্রাজিলও তাদের ফুটবল ইতিহাসে প্রথম বার কোনও বিদেশিকে কোচকে দায়িত্ব দিল।

আগামী সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্ব। তখন থেকেই দিনিজের চুক্তির মেয়াদ শুরু হচ্ছে। সেপ্টেম্বরের ৭ তারিখ বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ব্রাজিল শুরু করছে বিশ্বকাপের যোগ্যতাপর্বের ম্যাচ। নভেম্বরে লিওনেল মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে দিনিজের ব্রাজিল।

(Feed Source: zeenews.com)