কলকাতা: বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর বেশির ভাগই আগামিকালকের মধ্যে রাজ্যে পৌঁছে যাবে৷ বিএসএফ-এর পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনকে এমনই জানানো হয়েছে বলে সূত্রের খবর৷ ইতিমধ্যেই বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলেও কমিশনের কাছে খবর রয়েছে৷
এ দিনই অবশ্য রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকেও আশ্বস্ত করে বলা হয়েছে, শনিবার ৮ জুলাইয়ের মধ্যেই রাজ্যে বাদ বাকি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাবে৷ নির্বাচনও শান্তিপূর্ণ হবে বলে আশ্বস্ত করেছে কমিশন৷ কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মোট ৯৫ শতাংশ বুথেই সিসিটিভি নজরদারির ব্যবস্থা থাকছে৷ বাকি ৫ শতাংশ বুথে ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছে কমিশন৷
তবে কীভাবে বুথে নিরাপত্তার ব্যবস্থা করা হবে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিন্যাসই বা কী হবে, তা নিয়ে এ দিন রাতেও প্রশ্ন করলে কোনও জবাব দেননি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, সব বুথেই ৫০:৫০ ফর্মুলায় কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ মোতায়েন হওয়ার কথা৷
এ দিন কমিশন তথ্য প্রকাশ করে দাবি করেছে, পঞ্চায়েত ভোট সংক্রান্ত অশান্তিতে এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে পাঁচ জনের৷ যদিও বিরোধীদের অভিযোগ, এই সংখ্যা অনেক বেশি৷ কমিশনের তথ্য অনুযায়ী, পঞ্চায়েত নির্বাচন পর্বে এখনও পর্যন্ত রাজ্যে ৩৭৪টি ঘটনা ঘটেছে৷ তাতে আহত হয়েছেন ৪৯৬ জন৷