চিনে একদম বিয়ে করছে না তরুণ প্রজন্ম! হু হু করে কমছে জনসংখ্যা

চিনে একদম বিয়ে করছে না তরুণ প্রজন্ম! হু হু করে কমছে জনসংখ্যা

বেজিং: কিছুতেই বিয়ে করতে চাইছেন না চিনের তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা। ব্যাপারটা মাথাব্যথা সৃষ্টি করেছে চিনা সরকারের। গত কয়েক বছর ধরে জনসংখ্যার বিচারে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ পিছিয়ে পড়েছে। ভারত এক নম্বরে। বিয়ে করলে সরকারি নানা সুযোগ-সুবিধা পাওয়ার প্রতিশ্রুতি সত্ত্বেও বেকারত্ব এবং আর্থিক অনিশ্চয়তার কারণে চীনা তরুণ-তরুণীরা বিয়ে এবং পরিবার শুরু করার প্রতি আগ্রহ দেখাচ্ছেন না।

চীনের উত্তরের প্রদেশ সাংসির বাসিন্দা জিনহি হু। ২৯ বছর বয়সী এই স্কুলশিক্ষকের কাছে বিয়ের বিষয়টি গুরুত্ব পাচ্ছে না। যদিও তার মা-বাবা এই বিষয়ে তাকে চাপ দিয়ে যাচ্ছেন এবং গত তিন বছরে অন্তত ২০টি ‘ব্লাইন্ড ডেটে’ পাঠিয়েছেন। সত্ত্বেও জিনহির জীবনে কোনো পরিবর্তন আসেনি। তিনি বিয়ে করার আগ্রহ পাচ্ছেন না। জিনহি হু বলেন, ‘বিয়ে করা না করা স্বাধীনতার ব্যাপার।

সবার যত দ্রুত সম্ভব বিয়ে করার প্রয়োজন নেই। জিনহি একা নন। চীনের সিভিল অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয় গত মাসে জানিয়েছে, দেশটিতে নতুন বিয়ের সংখ্যা গত ৩৭ বছরের মধ্যে সর্বনিম্নে গিয়ে ঠেকেছে। আট বছর ধরেই বিয়ের হার কমতির দিকে রয়েছে। গত বছর দেশটিতে মাত্র ৬৮ লাখ ৩০ হাজার দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

(Feed Source: news18.com)