‘প্রথমে সিএ হওয়ার পরিকল্পনাই ছিল না’, বললেন সিএ ফাইনালে প্রথম হওয়া অক্ষয়

‘প্রথমে সিএ হওয়ার পরিকল্পনাই ছিল না’, বললেন সিএ ফাইনালে প্রথম হওয়া অক্ষয়

প্রকাশ হয়েছে সিএ ফাইনাল পরীক্ষার ফলাফল। পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন আমদাবাদের অক্ষয় রমেশ জৈন। সেই অক্ষয় জানালেন, প্রথম থেকে তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতেই চাননি। তিনি জানান, আইএআইএম ইন্দোরে পাঁচ বছরের একটি কোর্স শেষ করার দিকেই বেশি নজর ছিল তাঁর। সিএ ফাইনাল পরীক্ষায় ৮০০ নম্বরের মধ্যে ৬১৬ পেয়েছেন অক্ষয়। পরীক্ষায় দ্বিতীয় স্থানে রয়েছেন চেন্নাইয়ের কল্পেশ জৈন। তিনি ৮০০-তে ৬০৩ নম্বর পেয়েছেন। প্রখর বর্ষনে ৮০০-তে ৫৭৪ পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন সিএ ফাইনাল পরীক্ষায়। জানা গিয়েছে, প্রথম তিনে থাকা অক্ষয়, কল্পেশ এবং প্রখর নিজেদের প্রথম প্রচেষ্টাতেই সিএ ফাইনাল উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী অক্ষয় সংবাদমাধ্যকমে বলেন, ‘এত ভালো ফল করে খুবই ভালো লাগছে। ভালো ব়্যাঙ্ক পাওয়ার জন্য আমি অনেক পড়াশোনা করেছি। তাই এই ফল সন্তোষজনক। তবে চার্টার্ড অ্যাকাউন্ট হওয়ার পরিকল্পনা আমার প্রথম থেকে ছিল না। আমি আইআইএম ইন্দোরে পাঁচ বছরের ম্যানেজমেন্ট কোর্স করতে চেয়েছিলাম। তবে আইপিএমএটি পরীক্ষায় আমি ভালো ফল করে পারিনি। আমি সেই পরীক্ষার জন্য ভালো ভাবে প্রস্তুতি নিতে পারিনি বলেই ফল ভালো হয়নি। আমার হাতে সময়ও কম ছিল প্রস্তুত হওয়ার এরপর আমার এক কাকা আমাকে সিএ হওয়ার জন্য পড়াশোনা করতে বলেন। তিনি নিজেও সিএ। অনেক ভাবনা চিন্তার পর আমি তাঁর সেই পরামর্শ গ্রহণ করি। আমি আইসিএআই-এর কমন প্রোফিসিয়েন্সি টেস্টে বসি। ওদিকে গুজরাট বিশ্ববিদ্যালয়ের বিকম কোর্সে নিজের নাম নথিভুক্ত করাই।’

অক্ষয় বলেন, ‘যবে থেকে সিএ হওয়ার জন্য পড়াশোনা শুরু করি, আমি আমার মন প্রাণ ঢেলে দিয়েছিলাম এতে। আমি সিপিটি-তে ১৭তম স্থানে ছিলাম। ইন্টারমিটিয়েট পরীক্ষাতেও আমি প্রথম স্থান অর্জন করেছিলাম। সিএ-র পরীক্ষাগুলি এমনই হয় যে আগের থেকে নিজের ব়্যাঙ্কের বিষয়ে কোনও আন্দাজ করা যায় না। তাই আমিও নিশ্চিত ছিলাম না যে ফাইনালে আমি প্রথম স্থান অর্জন করতে পারব কি না। তবে আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা চালিয়ে গিয়েছিলাম।’

এদিকে সিএ ফাইনালে প্রথম হয়ে এখন কী করতে চান অক্ষয়? জবাবে তিনি বলেন, ‘সেভাবে এখনও কিছু ভেবে দেখিনি। তবে এখন ফল বেরিয়ে গিয়েছে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে আমি এই নিয়ে একটি সিদ্ধান্ত নিয়ে ফেলব। আমি ব্যক্তিগত ভাবে কোনও সংস্থায় পরামর্শদাতা হিসেবে কাজ করতে চাই। এখনই সিএ প্র্যাকটিস করা শুরু করতে চাই না আমি। আমি বিশ্বের চারটি বড় সংস্থা – বস্টন কনসাল্টিং গ্রুপ, ডেলইট, ম্যাকিনসি বা ব্রেন অ্যান্ড কোম্পানিতে কাজ করতে চাই আপাতত।’

(Feed Source: hindustantimes.com)