বাহিনী জট থেকে ব্যালট কারচুপি রুখতে QR, পঞ্চায়েত ভোটের একদিন আগে কী করছে কমিশন

বাহিনী জট থেকে ব্যালট কারচুপি রুখতে QR, পঞ্চায়েত ভোটের একদিন আগে কী করছে কমিশন

আগামিকাল রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এর আগে আজ শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। এদিকে রবীন্দ্র ভারতীতে রাজ্যপালের নিযুক্ত উপচার্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে নতুন করে। অপরদিকে অমরত্য সেনের বিরুদ্ধে কড়া ভাষায় বিবৃতি বিশ্বভারতী কর্তপক্ষের। এই আবহে জেনে নিন আজ সকালের বিশেষ বিশেষ কিছু খবর।

ব্যালট কারচুপি রুখতে কিউআর কোড

আগামিকালই পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গে। আবহে প্রস্তুতি তুঙ্গে। ব্যালট বাক্সের মাধ্যমে ভোটগ্রহণ হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে। তবে এই ব্যালট বাক্স নিয়ে যাতে কারচুপি না হয়, তার জন্য তৎপর রাজ্য নির্বাচন কমিশন। এই আবহে জানা গিয়েছে, ব্যালট বাক্সে ‘কিউআর কোড’ থাকবে। এর আগে গত নির্বাচনে গণনা কেন্দ্রে ব্যালট বাক্স বদলে দেওয়ার অভিযোগ উঠেছিল। এদিকে এবার ভোট প্রচারে নেমে শুভেন্দু অধিকারী ভুয়ো ব্যালট পেপার ছাপানোর গুরুতর অভিযোগও করেছেন। উল্লেখ্য, আগামিকাল মোট ৬১ হাজার ৬৩৬টি বুথের মধ্যে ভোট হবে ৬০ হাজার ৫৯৩টিতে।

মুর্শিদাবাদ যাচ্ছেন রাজ্যপাল

মুর্শিদাবাদ যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজনৈতিক হিংসার কবলিত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল। কলকাতা স্টেশন থেকে সকাল ৬ টা ৫০-এর হাজারদুয়ারি এক্সপ্রেসে করে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেন রাজ্যপাল। জানা গিয়েছে, মুর্শিদাবাদের ডোমকল–সহ সন্ত্রাস কবলিত এলাকায় যেতে পারেন রাজ্যপাল। এদিকে দিনভর থেকে রাতেই আবার ট্রেনে করে কলকাতায় ফিরে আসবেন রাজ্যপাল।

রবীন্দ্রভারতীর উপাচার্য নিয়োগ ঘিরে বিতর্ক

ইউজিসির নিয়ম অনুযায়ী কি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার যোগ্যতা রয়েছে প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়ের। রাজ্যপালের নিয়োগের পর বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে এই প্রশ্নই। উল্লেখ্য, একদিন আগেই রাজ্যপালের নির্দেশে রবীন্দ্রভারতীর অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়। এই নিয়োগের বিরোধিতা করা হয়েছে পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বা ওয়েবকুটার তরফে।

‘আমর্ত্য সেন দোষী’

নোবেলজয়ী অমর্ত্য সেনের সঙ্গে বহুদিন ধরে জমি নিয়ে সমস্যা চলছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের। এরই মাঝে অমর্ত্যকে ‘দখলদার’ আখ্যা দিয়ে কড়া ভাষায় একটি বিবৃতি জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে, জেলা আদালতে বিচারাধীন মামলায় অভিযুক্তকে (অমর্ত্য সেন) বিশ্ববিদ্যালয় ‘দোষী’ বলে গণ্য করে। এই আবহে কর্তৃপক্ষ কোনও কড়া পদক্ষেপ করতে পিছ পা হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

কাটছে না বাহিনী জট

এখনও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয়নি রাজ্যে। পঞ্জাব, তামিলনাড়ু, কেরল, রাজস্থান থেকে বাহিনী রওনা তো দিয়েছে। তবে শনিবার ভোটের আগে ঠিক সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বাহিনী মোতায়েন করা যাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। এই আবহে গতরাতে প্রায় দেড় ঘণ্টা ধরে কেন্দ্রীয় বাহিনীর কোঅর্ডিনেটর (বিএসএফ) আইজি-র সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এদিকে জানা গিয়েছে, জওয়ানদের প্রাণের ঝুঁকি নিয়ে আশঙ্কায় বাহিনী। এই আবহে পঞ্চায়েত ভোটের একদিন আগে ফের জটিলতা তৈরি হয়েছে। রাজ্যের কোনও বুথে একা কোনও জওয়ানকে মোতায়েন করতে চাইছে না বাহিনী। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর কোঅর্ডিনেটর। সেই চিঠিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে রাজ্যে জওয়ানরাও নিরাপদ নন। তাই কোনও বুথে যদি জওয়ানকে একা মোতায়েন করা হয়, তাহলে তাঁর প্রাণনাশের আশঙ্কা থাকতে পারে।

(Feed Source: hindustantimes.com)