রূপচর্চা ইসলাম-বিরুদ্ধ ! আফগানিস্তানে আজব অজুহাতে মহিলাদের সেলুন বন্ধের ফরমান তালিবানদের

রূপচর্চা ইসলাম-বিরুদ্ধ ! আফগানিস্তানে আজব অজুহাতে মহিলাদের সেলুন বন্ধের ফরমান তালিবানদের

কাবুল : রূপচর্চা করা ইসলাম বিরুদ্ধে কাজ ! এমনই দাবি তালিবানদের। আজব অজুহাত সামনে এনে আফগানিস্তানে মহিলাদের সেলুন (Womens Beauty Salon) বন্ধের ফরমান জারি করেছে সেখানকার তালিবান সরকার। আগামী একমাসের মধ্যে সব সেলুন যাতে বন্ধ করে দেওয়া হয়, সেই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে আফগানিস্তানে (Afghanistan)। আর বন্ধের নির্দেশিকার সঙ্গে যে যুক্তি খাড়া করা হয়েছে, তা শুনে তাজ্জব সকলে।

কী বলা হয়েছে আফগানিস্তানের তালিবান (Taliban’s) সরকারের তরফে ? এক ভিডিও বার্তায় তালিবান সরকারের মন্ত্রী সাদিক আকিফ মাহজারের বার্তা, আই-ব্রো ঠিক করা বা মহিলাদের মাথায়, চুল, ত্বকে প্রসাধনী দ্রব্য লাগালে সেক্ষেত্রে তা প্রার্থনার কাজে-মাহাত্মে ব্যাঘাত ঘটায়। যে কাজ ইসলাম বিরুদ্ধ। আফগানিস্তানে চলতে থাকা বিয়ের মরশুমে সেখানকারা তালিবান সরকারের এহেন ফরমানে বিপাকে পড়েছেন নববধূরা। সূত্রের খবর, সরকারের এক পক্ষের দাবি, সেলুনে গিয়ে রূপচর্চার জেরে পাত্রপক্ষের পকেটে টান পড়ছে। ফরমান জারির ক্ষেত্রে যে বিষয়টিকেও মাথায় রাখা হয়েছে।

তালিবান সরকারের সেলুন বন্ধের ফরমান ও আজব অজুহাত অবশ্য সেদেশের মহিলাদের স্বাধীন জীবনযাপনের পথে আরও একটা নতুন কাঁটা বিছিয়ে দেওয়া বলেই অভিহিত করেছেন অনেকে। ইতিমধ্যে মহিলাদের পড়াশোনায় লাগাম টানা থেকে বাইরে বেরোনোর ক্ষেত্রে পোশাকবিধি, চাকরির জায়গায় সুযোগ ছাঁটা থেকে আরও একাধিক পদক্ষেপ করা হয়েছে। যেসমস্ত ফরমানকে মধ্যযুগীয় বলেই অভিহিত করেছেন অনেক।

প্রসঙ্গত, কাবুল সহ আফগানিস্তানের একাধিক জায়গায় যে সমস্ত সেলুন চলে, তার বেশিরভাগই চালান মহিলারা। তাঁদের অনেকেই আবার পরিবারের একমাত্র রোজগেরে। সেলুনের উপার্জনের ভিত্তিতেই তাঁদের সংসার চলে। তালিবান সরকারের আজব নিদানের জেরে কার্যত বিনা মেঘে বাজ পড়েছে তাঁদের মাথায়। একমাসের মধ্যে যদি সেলুন বন্ধ করে দিতে হয়, তাহলে পরিবারের মুখে দু’বেলা দু’মুঠো অন্ন কীভাবে জোটাবেন, সেই ভেবেই চিন্তায় পড়ে গিয়েছে তাঁরা।-

(Feed Source: abplive.com)