‘দালাল গাঙ্গুলি আবার থাপ্পড় খেলো…’ কুরুচির ফুলঝুড়ি ছোটালেন দেবাংশু

‘দালাল গাঙ্গুলি আবার থাপ্পড় খেলো…’ কুরুচির ফুলঝুড়ি ছোটালেন দেবাংশু

‘দালাল গাঙ্গুলি আবার থাপ্পড় খেলো।’ লিখেছেন দেবাংশু ভট্টাচার্য। কারোর নাম করেননি তিনি। তবে নেট পাড়ার দাবি তিনি বিচারিপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের কথা বলতে চেয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে শাসকদলের তরফ থেকে বিচারপতিদের নিশানা করে যেভাবে অশ্লীল শব্দ, কুরুচিকর শব্দ প্রয়োগ করা হচ্ছে সেটা আর কতদিন চলবে?

আসলে প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল ও পুনর্নিয়োগ নিয়ে হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় এর আগে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই ঘটনায় একেবারে শোরগোল পড়ে গিয়েছিল বাংলা জুড়ে। তার সঙ্গেই মুষড়ে পড়েছিল শাসকদল। কারণ এই শাসকদলের নেতা মন্ত্রীরাই তো শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে গরাদের ওপারে।

এদিকে প্রথমে ৩৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পরে সংখ্য়া সংশোধন করে তা ৩২ হাজার করা হয়। তবে সূত্রের খবর, সেই নির্দেশ খারিজ করেছে সুপ্রিম কোর্ট।

তবে এদিন সুপ্রিম কোর্টের রায়ে যেন কিছুটা হলেও মনের বল ফিরে পেয়েছে শাসকদল। এরপরই দেবাংশুর পোস্ট, দালাল গাঙ্গুলি আবার থাপ্পড় খেলো…একদম কষা থাপ্পড়…সাথে সাথেই থাপ্পড় খেলো রাজনৈতিক শকুনের দল ও একাংশ দালাল মিডিয়া। #পর_পর_থাপ্পড়’। লিখেছেন দেবাংশু।

কারোর নাম তিনি উল্লেখ করেননি। কেন এই পোস্ট সেটাও উল্লেখ করেননি। তবে বঙ্গবাসী অবশ্য দুয়ে দুয়ে চার করে নিচ্ছেন। কিন্তু দলের আইটি সেলের প্রধানের লেখা যে শালীনতার ধার দিয়েও যায়নি তা বলাই বাহুল্য। এমনটাই মনে করছেন নেটিজেনরা।

তবে দেবাংশুর এই পোস্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একজন লিখেছেন, ভগবান খান খান। অপরজন লিখেছেন, এটাও ঠিক যে আমরা শূন্য় পাওয়া ওএমআর শিট দেখলাম। তাতে চাকরি পেতেও দেখলাম। উনি না থাকলে যোগ্যরা ন্যায় বিচার পেতেন না। অপরজন লিখেছেন, ভোটের আগেই…

এক নেটিজেন দেবাংশুর পোস্টে লিখেছেন, সবে তো শুরু। অপর একজন লিখেছেন জিরাফদের এত কথা কীসের। তবে অনেকে আবার বুঝতে পারছেন না দেবাংশু ঠিক কাকে বলতে চেয়েছেন।

তবে পঞ্চায়েত ভোটের ঠিক আগের দিন এই নির্দেশকে ঘিরে কার্যত যেন অক্সিজেন পেয়েছে ঘাসফুল শিবির। অনেকেই নড়েচড়ে বসতে শুরু করেছে। তবে এরপর আইনি প্রক্রিয়া কোন দিকে যায় সেটাই দেখার।

(Feed Source: hindustantimes.com)