‘কোথায় লেখা ?’ রবীন্দ্রভারতীর দায়িত্ব নিয়ে মন্তব্য শুভ্রকমলের,অবন ঠাকুরকে উদাহরণ

‘কোথায় লেখা ?’ রবীন্দ্রভারতীর দায়িত্ব নিয়ে মন্তব্য শুভ্রকমলের,অবন ঠাকুরকে উদাহরণ

বুধবার তাঁকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপচার্য হিসাবে নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি কোনও শিক্ষাবিদ নন। কর্নাটক হাইকোর্টে প্রাক্তন প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়। কিন্তু অনেকেই প্রশ্ন করছেন, শিক্ষাবিদ না হয়েও উপাচার্য? এ প্রশ্নের উত্তর দিলেন প্রাক্তন প্রধান বিচারপতি। তাঁর পাল্টা প্রশ্ন,’কোথায় এমন লেখা আছে শিক্ষাবিদ না হলে উপচার্য হওয়া যাবে না?’

তাঁর নিয়োগ নিয়ে শিক্ষামহলের বক্তব্য, ইউজিসি নিয়ম অনুযায়ী কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিকে উপাচার্য হিসেবে নিয়োগ করা যায় না। এই নিয়ে সমালোচনায় সরব হয়েছে পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ওয়েবকুটা)।

আজ শুক্রবার থেকে অন্তবর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শুভ্রকমল মুখোপাধ্যায়। এ দিন তিনি জোড়াসাঁকোয় আসেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,’বিশ্ববিদ্যালয়ে গণ্ডোগোল হলে তো সুবিচারের আশায় আমাদের কাছে আসেন। তখন যদি সুবিচার পান তবে এখন ভরসা করতে পারবেন না কেন?’

এ নিয়ে বিস্তারিত যুক্তি দিয়ে তিনি বলেন, ‘রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় চালানোর জন্য অন্য কারও দর্শন মেনে চলার দরকার নেই। রবীন্দ্রনাথের আর্দশেই তো রবীন্দ্রভারতী চলবে।’ এর পর তিনি বলেন,’আমি তো অস্থায়ী। আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি কাজ করতে পারব।’

এ প্রসঙ্গে তিনি ঠাকুর বাড়ি উদাহরণ দিয়ে বলেন, ‘অবনীন্দ্রনাথ ঠাকুর যখন আর্ট কলেজের প্রশাসনিক দায়িত্বে এসেছিলেন, তখন কলেজ চালানোর অভিজ্ঞতা ছিল? আসলে এ সব কোনও বিষয় নয়। আসল কথা হল কাজ করার সদিচ্ছা আছে কি না।’

ছাত্র আন্দোলন প্রসঙ্গে

এ দিন ছাত্র আন্দোলন প্রসঙ্গেও নিজের মতপ্রকাশ করেন শুভ্রকমল মুখোপাধ্যায়। তিনি বলেন, তাঁর কাছে গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। ছাত্ররা যদি রাজনীতি করে তবে তিনি মেনে নেবেন। আন্দোলন করলে তাও মানবেন। তবে উচ্ছৃঙ্খলতাকে প্রশয় দেবেন না।

তখন সাংবাদিকরা তাঁকে জিজ্ঞাসা করেন, তবে বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা বজায় রাখতে প্রাক্তন প্রধান বিচারপতিকে উপাচার্য করা হল? জবাবে তিনি বলেন, যাঁরা তাঁকে নিয়োগ করেছেন এ নিয়ে তাঁরাই বলতে পারবেন। তিনি দরখাস্ত করে এই দায়িত্ব নেননি। তাই তাঁর কোনও ধারণা নেই এ নিয়ে।

দায়িত্ব নিয়ে জরুরি ফাইল দ্রুত ছাড়াই তাঁর এখন প্রধান কাজ জানিয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য।

(Feed Source: hindustantimes.com)