পাকিস্তান সেনাবাহিনী সাংবাদিকদের অপহরণ করে নিয়মিত! ইমরানের বিরাট বোমা

পাকিস্তান সেনাবাহিনী সাংবাদিকদের অপহরণ করে নিয়মিত! ইমরানের বিরাট বোমা

লাহোর: তিনি যা বলেন সোজাসুজি বলেন। কাউকে ভয় পান না। তার জন্য অনেক মূল্য দিতে হয়েছে তাকে এবং আগামীদিনেও হবে। কিন্তু ইমরান খান ভয় পাওয়ার বান্দা নন। পাকিস্তানে সাংবাদিকদের অপহরণ কিংবা গুমের ঘটনায় সেনাবাহিনী জড়িত। সংবামাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এই অভিযোগ করে বলেন, তিনি ক্ষমতায় থাকাকালে পাকিস্তানের এস্টাবলিশমেন্ট সাংবাদিক নিপীড়নের অপকর্ম চালাত।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ওই সাক্ষাৎকার প্রচার হয় সোমবার। এতে তিনি বলেন, পাকিস্তানে তাঁর মেয়াদে সাংবাদিক ও গণমাধ্যমের বিষয়ে তিনি যখন যত্নশীল হচ্ছিলেন, তখন পাক সেনাবাহিনীর ওই ধরনের বর্বরতা তাঁকে ক্ষুব্ধ করে তোলে। নিজের শাসনকাল সম্পর্কে ইমরান দাবি করেন, এস্টাবলিশমেন্ট সাংবাদিকদের কাছ থেকে ধেয়ে আসা সমালোচনায় বিরক্ত ছিল।

ওই সময় কিছু সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তাদের ভূমিকা ছিল। ইমরান জানান, চারজন সাংবাদিক দেশ ছেড়েছিলেন। আর পঞ্চম জন ছিলেন আরশাদ শরীফ। দেশ ছাড়ার আগে তিনি (আরশাদ) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি লিখে জানান, তিনি ও তাঁর স্ত্রী বিপদের মুখে। কিন্তু কেনিয়ায় গিয়ে আরশাদ খুন হলেন।

Feed Source: news18.com)