বিধাননগরের কাউন্সিলরদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সিবিআই তদন্তের দাবিতে পোস্টার

বিধাননগরের কাউন্সিলরদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সিবিআই তদন্তের দাবিতে পোস্টার

পঞ্চায়েত ভোটের আগের দিনই দুর্নীতির অভিযোগে পোস্টার পড়ল বিধাননগরে। পোস্টারে দাবি করা হয়েছে বিধাননগর পুরসভার অধিকাংশ কাউন্সিলরই দুর্নীতিগ্রস্ত। তাঁদের বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়েছে পোস্টারে। যদিও কারা এই পোস্টার দিয়েছে তা জানা যায়নি। আজ শুক্রবার সকাল থেকেই বিধাননগরের বিভিন্ন এলাকায় এই পোস্টার চোখে পড়ে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে।

এদিন বিধাননগর ও চিংড়িঘাটার সংযোগকারী রাস্তায় পোস্টার চোখে পড়ে। শুক্রবার সকালে পথ চলতি মানুষের চোখে পড়ে ওই পোস্টার। পোস্টারে বাংলায় লেখা রয়েছে, ‘বিধাননগরের বিধায়ক সুজিত বসুর অনুপ্রেরণায়, বিধাননগরের প্রায় প্রত্যেক কাউন্সিলর আজ ৫০ থেকে ৬০ কোটি টাকার মালিক।’ পোস্টারটিতে সরাসরি বিধাননগরের ৩ জন বর্তমান কাউন্সিলর ও একজন প্রাক্তন কাউন্সিলরের নাম উল্লেখ রয়েছে। পোস্টারটিকে দাবি করা হয়েছে, বিধাননগরের ৩৫, ৩৬ ও ২৮ নম্বর ওয়ার্ডের অধিকাংশ নির্মাণই অবৈধ। আর ওই ওয়ার্ডের কাউন্সিলররা সরকারি জমিতে অবৈধ বাড়ি নির্মাণ করে ৫০ থেকে ৬০ কোটি টাকার মালিক হয়েছেন। পোস্টারটির নিচে লেখা রয়েছে, ‘ধন্যবাদান্তে বিধাননগর সচেতন নাগরিকবৃন্দ।’ তবে এখনও পর্যন্ত এরকম কোনও সংগঠনের হদিস পাওয়া যায়নি। ফলে কারা এবং কখন এই পোস্টার লাগালো তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে।

পোস্টারটিতে যেসব কাউন্সিলরদের নাম উল্লেখ করা হয়েছে এখনও পর্যন্ত তাঁরা এই পোস্টার নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে সঞ্জীব সিংহ রায় নামে স্থানীয় এক বাসিন্দা পোস্টারে থাকা অভিযোগকে সম্মতি জানিয়েছেন। তাঁর বক্তব্য, পোস্টারে যে ৫০ থেকে ৬০ কোটি টাকার দুর্নীতির কথা লেখা রয়েছে সেই দুর্নীতির অঙ্ক তার থেকেও বেশি। তাঁর দাবি, এক একজন কাউন্সিলর হাজার হাজার কোটি টাকার মালিক। আগে তাঁরা মুদির দোকানের ধার শোধ করতে পারতেন না। এখন তাঁরাই ২৫ লক্ষ টাকার গাড়িতে চড়ে বেরান। কারও আবার ১০ থেকে ১৫ টি ফ্ল্যাট রয়েছে, গলায় রয়েছে মোটা সোনার চেন। এত টাকা তাঁরা কোথা থেকে পেলেন? তাই নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে কাউন্সিলারদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। এদিন খবর পেয়ে বিধাননগরের পুলিশ পোস্টারের ছবি তুলে নিয়ে যায়। তবে কারা এই ধরনের পোস্টার লাগিয়েছে তা জানা যায়নি।

(Feed Source: hindustantimes.com)