আমেরিকায় প্রতি ঘণ্টায় বন্দুকের গুলিতে ৫ জনের মৃত্যু, ২০২০-র পরিসংখ্যানে ‘চোখ কপালে’ উঠবে

আমেরিকায় প্রতি ঘণ্টায় বন্দুকের গুলিতে ৫ জনের মৃত্যু, ২০২০-র পরিসংখ্যানে ‘চোখ কপালে’ উঠবে

ওয়াশিংটন : ফের একবার বন্দুকবাজের হামলায় আতঙ্ক ছড়াল আমেরিকায় (America)। টেক্সাসের (Texas) স্কুলে বন্দুকবাজের (Gun Shooter) হামলায় নিহত ২১। গত ১০ দিনের মধ্যে এনিয়ে দ্বিতীয়বার নির্বিচারে গুলি চলল। এ বছরের মধ্যে আমেরিকায় এনিয়ে অষ্টমবার এই ধরনের ঘটনা ঘটল। যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। কার্যত, আমেরিকার প্রত্যেকটি শহরেই গুলি চালানোর মতো হিংসাত্মক ঘটনার আঁচ পড়ে গেল।

আমেরিকায় জনসংখ্যার নিরিখে বন্দুক-

  • পৃথিবীর অন্যতম পুরনো এই গণতান্ত্রিক দেশে জনসংখ্যার থেকে বেশি বন্দুক রয়েছে। 
  • আমেরিকায় মোট বন্দুকের সংখ্যা- ২০১৮ সালের পরিসংখ্যান অনুযায়ী ৩৯ কোটি।
  • আমেরিকার জনসংখ্যা- ৩৩ কোটি।

বন্দুক সংক্রান্ত হিংসা ও আমেরিকার অর্থনীতি-

বাৎসরিক ২২ লক্ষ কোটি টাকা খরচ

বন্দুক সংক্রান্ত হিংসার জেরে চিকিৎসাবাবদ খরচ- এই সংক্রান্ত হিংসায় চিকিৎসা বাবদ অর্থাৎ মেডিক্যাল কেয়ার, অ্যাম্বুল্যান্স, পুলিশ ও বিচার-ব্যবস্থার জন্য আমেরিকার করদাতাদের প্রদান করা করের দৈনিক গড়ে ২৭১ কোটি টাকা ব্যয় করা হয়।

বন্দুকজনিত হিংসায় সরাসরি কতগুলি পরিবার ক্ষতিগ্রস্ত- মেডিক্যাল বিল ও স্বাস্থ্য-সংক্রান্ত খরচ বাবদ ৩৬ কোটি টাকা খরচ।

বন্দুকজনিত হিংসার কারণে আমেরিকায় গড় খরচ- ৬৭,০০ ব্যক্তিপিছু (উৎস- Everytown Research & Policy)

আমেরিকায় কেন বন্দুকের প্রয়োজন পড়ে ?

  • এই দেশের সুপ্রিম কোর্ট নাগরিকদের প্রত্যেককে আত্মরক্ষার্থে হাতবন্দুক রাখার অনুমতি দিয়েছে।
  • তবে, প্রদেশ ভিত্তিতে বন্দুক-সংক্রান্ত আইন নির্ভর করে। 

আমেরিকায় ১০০ জন বাসিন্দাপিছু বন্দুকের সংখ্যা দ্বন্দ্ব-জর্জরিত ইয়েমেনের থেকে বেশি।

২০২০ সালে বন্দুক-জনিত হিংসায় আমেরিকায় মৃত্যু- 

  • ৪৫,২২২ জনের মৃত্যু হয়েছে।
  • বন্দুক-জনিত হিংসায় আমেরিকায় প্রতিদিন মৃত্যু- ১২৪ জনের।
  • প্রতি ঘণ্টায় মৃত্যু- ৫
  • বন্দুকজনিত হিংসার এই পরিসংখ্যানের মধ্যে আবার ৫৪ শতাংশ ক্ষেত্রেই আত্মহত্যা।