বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, আগাম জামিন চেয়ে হাইকোর্টে নওশাদ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, আগাম জামিন চেয়ে হাইকোর্টে নওশাদ

তাঁর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগ করেছেন এক তরুণী। সেই অভিযোগে আগাম জামিনের আবেদন করে পঞ্চায়েত ভোটের আগের দিনই আদালতের দ্বারস্থ হলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। শুক্রবার মামলা করার অনুমতি চেয়ে আদেন করেন তিনি। আদালত তাঁকে মামলা করা অনুমতি দিয়েছে। আগামী সোমবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার নিউটাউন থানায় এক তরুণী অভিযোগ করেন, তাঁকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেন নওশাদ। তরুণীর সঙ্গে থানায় আসেন বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। কিন্তু পঞ্চায়েত ভোটের তিন দিন বাকি থাকতে এই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

তরুণী কেন তৃণমূল নেতাকে নিয়ে থানায় গেলেন তা নিয়ে সঙ্গে প্রকাশ করেছেন আইএসএফ বিধায়ক। তাঁর বক্তব্য যদি কোনও অন্যায় হতো তাহলে একাই থানায় যেতে পারতেন। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভাঙড়ে অশান্তির পর তৃণমূলের পক্ষ থেকে সব্যসাচীকে ওই এলাকায় দলের নেতাদের মধ্যে সমন্বয় বজায় রাখার জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়।

অভিযোগ শোনার পর, নওশাদ বলেন, ‘এখন কিছু বলব না আগে পুলিশের নোটিশ আসুক।’ এরই মধ্যে আগাম জামিনের মামলা করে আদালতের দ্বারস্থ হলেন নওশাদ। এই মামলা নিয়ে জানতে চাওয়ার জন্য তাঁকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

বুধবার প্রথমে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। কিন্তু পরে  বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি (নিউ টাউন) একটি চিঠি-সহ ওই অভিযোগ বৌবাজার থানায় পাঠিয়ে দেন। সেখানেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগ দায়ের হয়।

ওই তরুণীর পরিচয় হিসাবে আনন্দবাজার অনলাইনে দাবি করা হয়েছে, তিনি ডোমকলের তৃণমূল নেত্রী। ডোমকল শহর কমিটির অন্যতম সাধারণ সম্পাদক। তাঁর অভিযোগ, বিধায়ক তাঁর বিবি গাঙ্গুলি স্ট্রিটের অফিসে আটকে রেখে তাঁকে ধর্ষণ করেছেন। এমন কী তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও দেন নওশাদ। কিন্তু পরে তাঁকে বিয়ের কথা বললে তিনি এড়িয়ে যান। নিজের সহকারীদের দিয়েও বিধায়ক ওই তরুণীকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

(Feed Source: hindustantimes.com)