ভোরের ঠিক আগেই অন্ধকার নিকষ থাকে, শাহের সঙ্গে দেখা করে বললেন রাজ্যপাল বোস

ভোরের ঠিক আগেই অন্ধকার নিকষ থাকে, শাহের সঙ্গে দেখা করে বললেন রাজ্যপাল বোস

ভোরের ঠিক আগেই থাকেে সব থেকে নিকষ অন্ধকার। সেই অন্ধকার সুড়ঙ্গের শেষে আলোর ঠিকানা থাকবেই। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার সন্ধ্যায় দিল্লির নর্থ ব্লকে স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরে অমিত শাহের সঙ্গে প্রায় আধ ঘণ্টা বৈঠক হয় তাঁর। তবে বৈঠকে শাহের সঙ্গে তাঁর কী কথা হয়েছে সেব্যাপারে কিছু জানাননি রাজ্যপাল।

শাহের সঙ্গে সাক্ষাৎ করতে রবিবার বিকেলে দিল্লি উড়ে গিয়েছিলেন রাজ্যপাল বোস। বিমানে ওঠার আগে বলেছিলেন, মুক্ত বাতাসে শ্বাস নিতে যাচ্ছি। সোমবার সন্ধ্যা সাড়ে ছ’টায় শাহের সঙ্গে সাক্ষাৎ করতে নর্থ ব্লকে ঢোকেন তিনি। বেরোন ৭টা নাগাদ। সেখানেই সাংবাদিকরা তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর কী আলোচনা হল তা নিয়ে প্রশ্ন করেন। জবাবে রাজ্যপাল বোস বলেন, ‘ভোরের ঠিক আগেই নিকষ অন্ধকার থাকে। তবে এই সুড়ঙ্গের শেষপ্রান্তে আলোর ঠিকানা থাকবে। কনকনে শীত পড়লে বুঝতে হবে বসন্ত আসন্ন। আগামী দিন ভালো কাটবে।’

এদিন শাহের সঙ্গে বৈঠকের আগে সিআরপিএফের ডিজির সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। তার পর শাহের সঙ্গে সাক্ষাতের পর তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তবে কি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি শুধু সময়ের অপেক্ষা। কারণ রাষ্ট্রপতি শাসন জারি হলে রাজ্য প্রশাসন পরিচালনার ভার থাকবে রাজ্যপালের ওপর। আর সেক্ষেত্রে আইনশৃঙ্খলার ভার অনেকটাই চলে যাবে কেন্দ্রীয় বাহিনীর ওপর। তাই কি সিআরপিএফের ডিজির সঙ্গে বৈঠক করে শাহের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল? তার ওপরে চলতি সফরে রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা রয়েছে তাঁর। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের ফলের থেকেও বেশি কৌতুহল তৈরি হয়েছে রাজ্যপালের দিল্লি সফর নিয়ে।

(Feed Source: hindustantimes.com)