যৌন হেনস্থা, শ্লীলতাহানি করেছেন ব্রিজভূষণ, দায়ের করা চার্জশিটে দাবি দিল্লি পুলিশের

যৌন হেনস্থা, শ্লীলতাহানি করেছেন ব্রিজভূষণ, দায়ের করা চার্জশিটে দাবি দিল্লি পুলিশের

নয়াদিল্লি: কুস্তি সংস্থার প্রাক্তন প্রধান ব্রিজভূষণ সিংহের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে ছয় কুস্তিগীরদের অভিযোগের ভিত্তিতে তৈরি করা দিল্লি পুলিশের চার্জশিট সামনে এল। এখনও পর্যন্ত যতটা তদন্ত করা হয়েছে সেই ভিত্তিতে ব্রিজভূষণের সঙ্গে যৌন হেনস্থা, শ্লীলতাহানি ও স্টক করার সংযোগ পাওয়া গিয়েছে বলেই চার্জশিটে দাবি করা হয়েছে। এমনকী ১৩ জুন দায়ের করা চার্জশিটে দাবি করা হয়েছে ব্রিজভূষণ বারংবার শ্লীলতাহানি করেছেন।

চার্জশিটে ৫০৬, ৩৫৪, ৩৫৪এ ও ৩৫৪ডি ধারায় অভিযুক্ত হয়েছেন ব্রিজভূষণ। ছয়জনের মধ্যে দুইজনের অভিযোগের ভিত্তিতে ৩৫৪, ৩৫৪এ ও ৩৫৪ডি এবং চারটির ক্ষেত্রে ৩৫৪ ও ৩৫৪এ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ধারায় পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে। চার্জশিটে ব্রিজভূষণ এবং অভিযোগকারীদের ডেকে পাঠানোরও অনুরোধ করেছে দিল্লি পুলিশ। ব্রিজভূষণ অভিযোগ অস্বীকার করলেও, পুলিশের তরফে জানানো হয় তদন্তকারীরা ১০৮ জনের সঙ্গে কথা বলেছেন যার মধ্যে কোচ, রেফারি, কুস্তিগীর মিলিয়ে মোট ১৫ জন ব্রিজভূষণের বিরুদ্ধে উঠা অভিযোগের পুষ্টিকরণ করেছেন। তবে ব্রিজভূষণ নিজের দাবিতে অনড়। তাঁর দাবি তিনি না অভিযোগকারী কুস্তিগীরদের সঙ্গে কোনদিনও দেখা করেছেন, না তাঁর কাছে তাদের ফোন নম্বর রয়েছে।

(Feed Source: abplive.com)