পশ্চিমবঙ্গের বাজারে টাস্ক ফোর্সের হানার পরও সবজির দাম চরমে, নাভিশ্বাস উঠছে ক্রেতাদের

পশ্চিমবঙ্গের বাজারে টাস্ক ফোর্সের হানার পরও সবজির দাম চরমে, নাভিশ্বাস উঠছে ক্রেতাদের

আনাজের দাম এখনও আকাশছোঁয়া হয়ে রয়েছে। রাজ্য সরকারের টাস্ক ফোর্স বাজারে অভিযান চালালেও বিশেষ কোনও লাভ হয়নি। বরং বাজারে গিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্ত ক্রেতাদের। গতকাল সোমবারও কলেজ স্ট্রিট মার্কেটে অভিযান চালিয়েছে টাস্ক ফোর্স। দাম খতিয়ে দেখেছেন। কিন্তু দাম কমেনি। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে সবজির দাম। এখন নতুন করে দাম আর না বাড়লেও দাম কমেওনি। সবজির দাম বৃদ্ধির দিকেই রয়েছে বলে অভিযোগ অধিকাংশ ক্রেতাদের। তাই নাভিশ্বাস উঠেছে।

এদিকে রাজ্য সরকারের টাস্ক ফোর্সের অভিযানের পরও আকাশছোঁয়া অধিকাংশ সবজির দাম। লঙ্কা, টম্যাটো, পটল, ঢেঁড়শ ছুঁলেই হাতে ছ্যাঁকা লাগছে। সোমবার কলেজ স্ট্রিট বাজারে কাঁচালঙ্কা ডাবল সেঞ্চুরি করেছে। টম্যাটো ১১০–১২০ টাকা কেজি। বেগুনের দাম ৮০–১০০ টাকার মধ্যে। পটল ৮০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা কেজি। রাজ্য সরকারের টাস্ক ফোর্স এদিনও বাজারগুলিতে ঘুরেছে। দাম খতিয়ে দেখেছেন। বেশ কয়েকজন ক্রেতা এই আকাশছোঁয়া সবজির দাম নিয়ে তাঁদেরকেই ক্ষোভ উগরে দেন।

অন্যদিকে বাজারে সবজি বিক্রেতরা বলছেন, বাজারে সবজির জোগান কম। তাই দাম বাড়তে বাড়তে নাগালের বাইরে চলে যাচ্ছে। সোমবারও বাজারে সবজি–আনাজের দাম আকাশছোঁয়াই ছিল। তবে চলতি সপ্তাহের শেষে দাম কিছুটা কমবে বলে তাঁরা মনে করছেন। সবজির দাম নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না বলে নাভিশ্বাস উঠছে ক্রেতাদের। রাজ্য সরকারের টাস্ক ফোর্স আগেও একাধিকবার বাজারগুলিতে অভিযান চালিয়েছে। কিন্তু তারপরও দাম না কমায় টাস্ক ফোর্সের কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এভাবে শুধু বাজারে ঘুরে লাভ কী?‌ যদি দাম না কমে। এমন কথাই বলছেন ক্রেতারা।

কবে কমবে সবজির দাম? একমাস ধরে পটল, ঝিঙে, ঢেঁড়স, বেগুন, লঙ্কা, ফুলকপি নিয়ে সব ধরনের সবজির দাম বৃদ্ধি হয়ে যাচ্ছিল। তার মধ্যে বেগুন, লঙ্কা এবং আদার দামের ঝাঁঝে চাপে পড়েছে আমজনতা। সবজির দাম গত সপ্তাহ থেকে আর বাড়েনি। কিন্তু যে চড়া দাম রয়েছে তাতে কেনা যাচ্ছে না অনেককিছুই। এই দাম বৃদ্ধির বিষয়ে রাজ্যের টাস্ক ফোর্সের সদস্য কমল দে সংবাদমাধ্যমে বলেন, ‘‌বাইরে থেকে আসে টমেটো। তাই দাম বাড়া, কমা সেটার উপর নির্ভর করে। সবজির দাম আগামী কয়েকদিনে আরও কমবে দাম। বৃহস্পতিবার থেকে মোটামুটি ২০ থেকে ৩০ শতাংশ সবজির দাম কমতে পারে।’‌

(Feed Source: hindustantimes.com)