লোকসভার (Lok Sabha Elections 2024) আগে পঞ্চায়েত ভোটে (Panchayat Elections 2023) ফের সবুজ ঝড়। প্রায় সবকটি জেলা পরিষদেই নিরঙ্কুশ সংখ্য়াগরিষ্ঠতা তৃণমূলের (TMC)। কার্যত দাঁত ফোটাতেই পারল না বিরোধীরা।
বিরোধীদের ‘নো ভোট টু মমতা’ প্রচার এখন ‘নাউ ভোট ফর মমতা’। পঞ্চায়েতে সবুজ ঝড়ের পর আক্রমণে অভিষেক (Abhishek Banerjee)। লোকসভার আগে জনমত তৈরি বলে মন্তব্য (Mamata Banerjee)।
উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, গড়েই ধরাশায়ী বিজেপি। মুখ রক্ষা নন্দীগ্রামে। যদিও তাদের দাবি, ভোট নয়, লুঠ হয়েছে। ফল ভুগতে হবে তৃণমূলকে। আবার টি শার্টটা পরে নামা হবে।
দলবদলের নতুন নজির কালনায়। সিপিএমের টিকিটে জিতে গণনাকেন্দ্রের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন প্রার্থী!
গণনাতেও ভয়ঙ্কর ভাঙড়! মুহুর্মুহু পড়ল বোমা! অশোকনগরেও অশান্তি। পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস। খণ্ডযুদ্ধ সাগরদিঘিতেও।
গণনা শেষের আগেই দিকে দিকে সন্ত্রাস। সাগরপাড়ায় রক্তাক্ত সিপিএম কর্মী। কোথাও আইএসএফ, কোথাও বিজেপি। কোথাও আক্রান্ত তৃণমূল।
মনোনয়ন-ভোট থেকে গণনা। অব্যাহত অশান্তি। বনগাঁ-ডায়মন্ড হারবারে বোমাবাজি। ময়নায় বিস্ফোরণে উড়ল হাত। দিনহাটায় বোমা ফেটে জখম ২। কাউগাছিতে বিজেপি প্রার্থীর বাড়িতে আগুন।
জিতছিল সিপিএম, হারাতে ব্যালটই খেয়ে নিল শাসক! চাঞ্চল্যকর অভিযোগ হাবড়ার ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থীর। অস্বীকার তৃণমূলপ্রার্থীর।
একশোর মধ্যে ৯৮ ভোট বিজেপির, ২টি তৃণমূলের। বানচাল করতে গণনাকেন্দ্রেই ব্যালটে কালি, জল ঢালার অভিযোগ। আটক অভিযুক্ত তৃণমূল প্রার্থী।
বালিতে গণনা কেন্দ্রে নর্দমায় সিপিএমের প্রতীকে ছাপ দেওয়া ব্যালট। জানলা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ। ব্যালট কাড়তে গেলে মার তৃণমূল এজেন্টকে।
(Feed Source: abplive.com)