Manipur violence, EU parliament: বিজেপির তীব্র সমালোচনা! মণিপুরে অশান্তিতে প্রস্তাব পাস ইউরোপিয়ান পার্লামেন্টে…

Manipur violence, EU parliament: বিজেপির তীব্র সমালোচনা! মণিপুরে অশান্তিতে প্রস্তাব পাস ইউরোপিয়ান পার্লামেন্টে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মণিপুরে অশান্তিতে এবার আন্তর্জাতিক মঞ্চেও বিপাকে বিজেপি। প্রধানমন্ত্রী মোদীর ফ্রান্স সফরে মুখেই প্রস্তাব পাস হয়ে গেল ইউরোপিয়ার পার্লামেন্টে। সেই প্রস্তাবে তীব্র ভাষায় নিন্দা করা হল বিজেপি নেতার জাতীয়বাদী বক্তব্যের।

৩ মাস পার। এখনও উত্তপ্ত মণিপুর। কেন? মেইতে জাতিগোষ্ঠীকে তফসিলি জাতিভুক্ত করা যায় কি না, তা নিয়ে হাইকোর্টের রায়কে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত। আদালতের এই রায় মানতে নারাজ রাজ্যের আদিবাসী জনগোষ্ঠী মানুষ।

সংঘাত চরমে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে, উত্তর-পূর্বের এই রাজ্যে দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছে সরকার! উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে উদ্যোগ নেওয়ার আর্জি জানিয়েছে তিনি। বস্তুত, মণিপুরে তথ্যসন্ধানী দলও পাঠাচ্ছে তৃণমূল।

এদিকে ইউরোপিয়ান পার্লামেন্ট অধিবেশন বসেছে ফ্রান্সের স্ট্রাসবার্গ শহরে। মানবাধিকার, গণতন্ত্র ও আইনশৃঙ্খলার প্রশ্নে উঠল মণিপুর-অশান্তি প্রসঙ্গ। স্রেফ হিংসা, প্রাণহানি ও সম্পত্তি নষ্টের নিন্দা নয়, মণিপুর নিয়ে একটি প্রস্তাবও পাস হল ইউরোপিয়া পার্লামেন্ট।

প্রস্তাবে উল্লেখ, ২০২০ সালের অক্টোবরে রাষ্ট্রসংঘের মানবাবিধকার কমিশনার ভারতের আছে আবেদন করেছিলেন যে, মানবাধিকার কর্মীদের অধিকার যেন রক্ষার করা হয়। বিজেপির ‘বিভাজনমূলক নীতি’র বিরুদ্ধে মানবাধিকার কর্মীদের অভিযোগ নজরে এসেছিল  রাষ্ট্রসংঘের।

প্রস্তাবে বলা হয়েছে, ‘মূলত হিন্দু মেতেই সম্প্রদায় ও খ্রীষ্ঠানের জাতিগত বিবাদে হিংসা ছড়িয়েছে মণিপুরে। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন একশোরও বেশি মানুষ। ঘরছাড়া চল্লিশ হাজারেরও বেশি। মণিপুরে এর আগেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে, এবার সরাসরি মণিুপুরের বিজেপি সরকারের বিরুদ্ধেই অভিযোগ করেছেন মানবাধিকার কর্মীরা। তাঁদের মতে, দেশজুড়ে বিভেদমূলক নীতি রূপায়ণের কারণেই বঞ্চনা শিকার হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুরা’। শুধু তাই নয়, মানবাধিকার সংক্রান্ত সমস্যা মোকাবিলা ভারত ও ইউরোপিয়ান পার্লামেন্টের যৌথভাবে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এদিকে আগামীকাল, শুক্রবার ২ দিনের সফরে ফ্রান্সে যাচ্ছেন মোদী। প্যারিসে বাস্তিল দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি তিনি। ‘মণিপুর অশান্তি অভ্যন্তরীণ বিষয়’, ইউরোপিয়ান পালার্মেন্ট প্রস্তাবে প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি।

(Feed Source: zeenews.com)