কবে থেকে শুরু স্নাতকোত্তরে ছাত্র-ছাত্রী ভর্তি?বিজ্ঞপ্তি জারি করল উচ্চশিক্ষা দফতর

কবে থেকে শুরু স্নাতকোত্তরে ছাত্র-ছাত্রী ভর্তি?বিজ্ঞপ্তি জারি করল উচ্চশিক্ষা দফতর

কলকাতাঃ স্নাতকোত্তর স্তরে ছাত্র ভর্তির বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের উচ্চশিক্ষা দফতর। ১ সেপ্টেম্বর থেকেই শুরু হবে ছাত্র ভর্তির প্রক্রিয়া। ২০ সেপ্টেম্বরের মধ্যেই প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় বা কলেজ স্নাতকোত্তর স্তরের ছাত্র ভর্তির প্রক্রিয়ার মেধা তালিকা প্রকাশ করবে। প্রথম সেমিস্টারের ক্লাস শুরু করতে হবে ৩ অক্টোবর থেকে। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর স্তরে ছাত্র ভর্তি প্রক্রিয়া করবে অনলাইনে। স্নাতক স্তরের চূড়ান্ত সেমিস্টারের ফলাফল বিশ্ববিদ্যালয় গুলিকে ৩১ অগাস্টের মধ্যে প্রকাশ করতেই হবে।

স্নাতকোত্তর স্তরে ছাত্র ভর্তিতে নিজস্ব বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ছাত্র-ছাত্রীদেরই বাড়তি গুরুত্ব দিতে হবে। তার জন্য প্রয়োজনীয় নির্দেশিকা দিল রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। স্নাতকোত্তরের ছাত্র ভর্তিতে নিজস্ব বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষণ থাকবে। বাকি ২০ শতাংশ আসন অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আশা ছাত্র-ছাত্রীদের জন্য রাখা থাকবে।

এ ক্ষেত্রে ইউনিটর ইউনিভার্সিটি অর্থাৎ রবীন্দ্রভারতী, যাদবপুর, প্রেসিডেন্সির মতো বিশ্ববিদ্যালয়গুলিকে ৯০% আসন সংরক্ষণ করতে হবে নিজস্ব বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের জন্য। বাকি ১০ শতাংশ আসন অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আশা ছাত্র-ছাত্রীদের জন্য আসন সংরক্ষণ থাকবে।

এ ক্ষেত্রে যদি নিজস্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সংরক্ষিত আসনে ছাত্রছাত্রী ভর্তি না হলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বাইরের বিশ্ববিদ্যালয় থেকে আশা ছাত্র-ছাত্রীদের জন্য ভর্তি প্রক্রিয়া করতে পারবে ইন্টারভিউয়ের মাধ্যমে। রাজ্যের সব বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞপ্তি জারি করে জানাল উচ্চশিক্ষা দফতর।

(Feed Source: news18.com)