Chandrayaan 3 Launch LIVE: ‘সিনেমার বাজেটে চন্দ্রযান-৩ যাচ্ছে’, প্রশংসা দিলীপের

Chandrayaan 3 Launch LIVE: ‘সিনেমার বাজেটে চন্দ্রযান-৩ যাচ্ছে’, প্রশংসা দিলীপের

ISRO Chandrayaan 3 Launch Live Updates: ঘড়িতে প্রতিটি সেকেন্ড অতিক্রম হওয়ার সঙ্গে-সঙ্গে বাড়ছে অ্যাড্রিনালিনের ক্ষরণ। কারণ আজ দুপুর ২ টো ৩৫ মিনিট ১৭ সেকেন্ডে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান ৩-র উৎক্ষেপণ হল। এলভিএম৩-এম৪ রকেটের পিঠে চেপে চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-৩। চার বছর আগে একেবারে শেষমুহূর্তে চন্দ্রযান ২-র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় যে স্বপ্নভঙ্গ হয়ে গিয়েছিল, চন্দ্রযান ৩-র হাত ধরে ফের সেই স্বপ্ন দেখতে শুরু করেছে ভারত। আর সেই চন্দ্রযান ৩-র উৎক্ষেপণের লাইভ আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে –

14 Jul 2023, 10:25:33 AM IST

ISRO Chandrayaan 3 Launch Live Updates: চন্দ্রযান-৩ মিশনের সময়সীমা কতদিন?

পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হল প্রায় ৩৮৪,৪০০ কিলোমিটার। পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে ৪২ দিন মতো লাগবে বলে অনুমান করা হচ্ছে। যা চন্দ্রযান ২-র থেকে দ্রুত। চন্দ্রযান-২ যাত্রা শুরু করেছিল ২০১৯ সালের ২২ জুলাই। চাঁদের নামার কথা ছিল ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর।

14 Jul 2023, 10:14:06 AM IST

‘বড় সিনেমার বাজেটে চন্দ্রযান-৩ তৈরি হচ্ছে’, প্রশংসায় পঞ্চমুখ দিলীপ

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ বলেন, ‘এ ভারত নতুন ভারত। অন্তরীক্ষে ভারত অনেক পিছিয়ে ছিল। দেশের প্রতিভা অন্য দেশে গিয়ে কৃতিত্বের ছাপ রেখেছিল। তারা দেশে গুরুত্ব পায়নি। এখন পায়। মোদীজির প্রেরণা। একটি বড় সিনেমার বাজেটে এখন দেশ একটা উপগ্রহ তৈরি করে ফেলছে। বিজ্ঞানীদের সবাইকে অভিননদন।’

(Feed Source: hindustantimes.com)