দল বদলের বাজারে ফের চমক মোহনবাগান সুপার জায়ান্টের, সবুজ মেরুনে যোগ দিলেন সাহাল

দল বদলের বাজারে ফের চমক মোহনবাগান সুপার জায়ান্টের, সবুজ মেরুনে যোগ দিলেন সাহাল

কলকাতা: দলবদলের বাজারে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) চমক অব্যাহত। আনোয়ার আলি, জেসন কামিংসকে আগেই সই করিয়েছিল সবুজ মেরুন। এবার কেরল ব্লাস্টার্স (Kerela Blasters) থেকে সাহাল আব্দুল সামাদকে (Sahal Abdul Samad) পাঁচ বছরের চুক্তিতে সই করাল কলকাতা জায়ান্টরা।

করিম বেঞ্জেমাদের নতুন ক্লাব আল ইত্তিহাদে সাহালের ফুটবলের হাতেখড়ি হয়। সেই অ্যাকাডেমিতে ছয় বছর খেলার পরেই ভারতে ফিরে কেরল ব্লাস্টার্সে যোগ দেন সাহাল। দক্ষিণের ক্লাবের হয়ে ছয় মরশুম খেলেছেন এই মিডফিল্ডার। কেরলের হয়ে ৯২টি ম্যাচে ১০টি গোল করারও কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। ভারতের জাতীয় দলের হয়েও খেলেছেন ৩০টি ম্যাচ। এবার এই ২৬ বছর বয়সি ফুটবলারকেই আসন্ন মরশুম থেকে মোহনবাগানের জার্সিতে খেলতে দেখা যাবে।

ঐতিহ্যবাহী ক্লাবে যোগ দিয়েই স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সাহাল। এতদিন পর্যন্ত তিনি টিভিতেই কলকাতা ডার্বি দেখেছেন। তবে এবার সেই কলকাতা ডার্বিতে খেলতে নামার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। সাহাল বলেন, ‘মোহানবাগানের জার্সি পরে মাঠে খেলতে নামাটা আমার কাছে গর্বের। সতীর্থদের থেকে মোহানবাগানের বিষয়ে অনেক কিছু শুনেছি। ফুটবলই আমার নেশা। তাই সুযোগ পেলেও আমি ফুটবলটাই দেখি। কলকাতা ডার্বির বহু ম্যাচ টিভিতে দেখেছি। তবে গ্যালারিতে বসে দেখার সুযোগ হয়নি। এবার সেই ডার্বিতে আমি মাঠে নামতে পারব, এটা ভেবেই দারুণ লাগছে।’

মোহনবাগানে যোগদানের বিষয়ে তিনি জাতীয় দলের কোচ ইগর স্টিমাচের সঙ্গেও কথাবার্তা বলেছেন বলে জানান সাহাল। তিনি বলেন, ‘এই ক্লাবে যোগ দেওয়ার আগে আমি কোচ ইগর স্টিমাচের সঙ্গে কথাবার্তা বলেছি। ওঁ আমায় আর্শীবাদ করেছেন। এর আগে তো আই এম বিজয়ন, জো পল আনচেরির মতো কেরলের অনেক ফুটবলারই কলকাতায় খেলেছেন। মাঠে নামার আগে ওঁদের সঙ্গে কথা বলব, ওঁদের পরামর্শ নেব বলে ঠিক করেছি। আমি সমর্থকদের মন জিততে সবচেয়ে বেশি আগ্রহী। দেশের হয়ে যেমন নিজের সেরাটা দিই, ক্লাবের হয়েও তেমন সবটা উজাড় করে দেব।’

(Feed Source: abplive.com)