‘আশ্রয়ের জন্য মরিয়া হয়ে ঘর খুঁজছেন বিজেপি প্রার্থী…এটাই কি গণতন্ত্র?’প্রশ্ন শুভেন্দুর

‘আশ্রয়ের জন্য মরিয়া হয়ে ঘর খুঁজছেন বিজেপি প্রার্থী…এটাই কি গণতন্ত্র?’প্রশ্ন শুভেন্দুর

সুনীত হালদার, হাওড়া: ভোট শেষ । ভোটের ফল ঘোষণাও শেষ। জয়জয়কার সবুজ শিবিরের। কিন্তু ভোট পরবর্তী অশান্তির আঁচ ক্রমেই বাড়ছে। চারিদিকে আক্রান্ত রাজনৈতিক কর্মীরা। বোমা, গুলি, আগুন, আক্রমণ চলছেই।

হাওড়ার  আমতা জয়পুরে দুই বিজেপির ( BJP ) প্রার্থীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়। আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে ৬টি বাড়ি ও সংলগ্ন মুদির দোকান । ঘটনাটি ঘটেছে আমতা বিধানসভার জয়পুর থানার দক্ষিন কাঁকরোল গ্রামে ।

উত্তর ২৪ পরগনার গোপালনগরে পুলিশের গাড়ি ভাঙচুর ও বিক্ষোভের ঘটনায় আটক করা হয়েছে জয়ী বিজেপি প্রার্থী । আটক করা হয়েছে আরও ২ জনকে । এই পরিস্থিতিতে ট্যুইটে কড়া ভাষায় রাজ্য প্রশাসনকে আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইটে তিনি লিখলেন, ভোটে অংশ নেওয়ায় শাসকের অত্যাচার, এটাই কি গণতন্ত্র?

শুভেন্দু ( Suvendu Adhikari ) লেখেন, ‘ ভোট-পরবর্তী হিংসায়  ফের আক্রান্ত গ্রামবাংলা। হাজার হাজার বিরোধী দলের প্রার্থী, পার্টি কর্মী ও সমর্থক রাজ্য জুড়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন। তাঁদের বাড়িতে হামলা করা হচ্ছে। আগুন দেওয়া হচ্ছে। বা তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে।

গতকাল রাত আড়াইটা নাগাদ হাওড়া জেলার আমতা ব্লকে আমরাগরি গ্রামে বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রার্থী সোমা রায়ের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলায় সাবাং ব্লকের বিজেপি জেলা পরিষদের প্রার্থী তাপসী দাস বর্মণের মাথার উপর কোনও ছাদ নেই এবং তিনি ও তাঁর পরিবার বর্ষায় আশ্রয়ের জন্য মরিয়া হয়ে ঘর খুঁজছে।

শতাধিক সেফ হাউস চালু করেছে রাজ্য বিজেপি ।  পঞ্চায়েত নির্বাচনে অংশ নেওয়ার জন্য  বিজেপি এবং অন্যান্য বিরোধী প্রার্থীদের তৃণমূলের গুন্ডারা  নির্যাতন করছে।

এটাই কি গণতন্ত্র?’

বেলাগাম সন্ত্রাস চলছেই

ভোট ঘিরে বেলাগাম সন্ত্রাস চলছেই! ৩৭দিনে প্রাণ হারিয়েছেন ৪৯ জন! এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বাসন্তীর পর শুক্রবার কোচবিহারে যাচ্ছে বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিম । উত্তরবঙ্গ এক্সপ্রেসে পৌঁছে দিনহাটা, ফলিমারির কোচবিহারের সন্ত্রাস বিধ্বস্ত এলাকায় যাওয়ার কথা রবিশঙ্কর প্রসাদদের।

(Feed Source: abplive.com)