মাত্র ২ মাসের প্রস্তুতিতেই UPSC! IAS তনু জৈনের কাহিনি জানলে অবাক হতে হয়

মাত্র ২ মাসের প্রস্তুতিতেই UPSC! IAS তনু জৈনের কাহিনি জানলে অবাক হতে হয়

সিভিল সার্ভিসের প্রস্তুতি নিচ্ছেন যেসব পড়ুয়া, তাঁরা আইএএস অফিসার তনু জৈনকে বেশিরভাগ সকলেই চেনেন। সোশ‍্যাল মিডিয়ায় তিনি যথেষ্ট পরিচিত মুখ। UPSC-র মক ইন্টারভিউয় নেন তনু জৈন।তাঁর মক ইন্টারভিউর ভিডিওগুলি ইউটিউব এবং ইনস্টাগ্রাম রিলসের মাধ‍্যমে বহুল জনপ্রিয়তা পেয়েছে। এই মুহূর্তে তিনি ডিআরডিও-এর অ‍্যাসিস্ট‍্যান্ট ডিরেক্টর। সেইসঙ্গে দৃষ্টি আইএএস কোচিংয়ের হয়ে তিনি মক ইন্টারভিউ নেন। তাঁর নিজের আইএএস অফিসার হয়ে ওঠার যাত্রাও দারুণ সুন্দর। পড়াশোনা করেছিলেন দন্ত চিকিৎসা নিয়ে৷ কিন্তু হয়ে গেলেন আইএএস অফিসার৷ তার সিভিল সার্ভেন্ট হয়ে ওঠার গল্প পড়ুয়াদের অনুপ্রাণিত করবে।

সদর বাজার থেকে নিজের যাত্রা শুরু করেছিলেন ড: তনু জৈন। পড়াশোনা চেয়েও কিন্তু খেলাধুলার প্রতি তাঁর আগ্রহ ছিল বেশি। মধ‍্যবিত্ত পরিবারে বড় হয়েছেন তিনি। কিন্তু পরীক্ষায় নম্বর পাওয়ার অতিরিক্ত চাপ কখনওই তার পরিবার তাঁর ওপর চাপিয়ে দেয়নি। BDS ডিগ্রিতে স্কলারশিপের জন‍্য আবেদন করবার সময় তনুর বাবা তাঁকে পরিবারের দূরসম্পর্কের এক সদস‍্যের থেকে উপদেশ নিতে বলেন। যার কাছে উপদেশ নিতে গিয়েছিলেন তনু, তিনি ছিলেন সিভিল সার্ভেন্ট। এই সাক্ষাত্‍ তাঁর মধ‍্যে আইএএস হওয়ার বীজ বুনে দেয়।

দিল্লির কেমব্রিজ স্কুলে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের পড়াশোনা শেষ করার পর, তনু জৈন মিরাটের সুভারতি মেডিকেল কলেজ থেকে ডেন্টাল সার্জারি (বিডিএস) বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মানুষের সেবা করতে চেয়েছিলেন তিনি৷ সেই উদ্দেশ্যেই UPSC পরীক্ষার প্রস্তুতির নিতে শুরু করেছিলেন।

প্রথমবার পরীক্ষা দেওয়ার সময় মাত্র ২ মাসের প্রস্তুতিতেই UPSC প্রিলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তিনি। ২০১৪ সালে তৃতীয় বারের চেষ্টায় তিনি ৬৪৮ র‍্যাঙ্ক করেন।

(Feed Source: news18.com)