বাংলায় কথা বলবে গুগলের চ্যাটবট Bard! দেবে পরামর্শ, করবে আপনার কাজ

বাংলায় কথা বলবে গুগলের চ্যাটবট Bard! দেবে পরামর্শ, করবে আপনার কাজ

বাংলাতেই এবার কাজ করবে গুগল বার্ড। নিজের মাতৃভাষায় এবার তাঁকে প্রশ্ন করা যাবে যা ইচ্ছে। এমনকি মনের মতো কোডও লিখিয়ে নিতে পারবেন গুগল বার্ডকে দিয়ে। ওপেন এআইয়ের চ্যাটজিপিটিকে টেক্কা দিতে বেশ কয়েকটি আপডেট নিয়ে হাজির হল ইন্টারনেট সংস্থা গুগল। চ্যাটবটের মতোই এর কাছে নানা উত্তর পাওয়া যেত এতদিন। তবে নয়া আপডেটে বেশ কয়েকটি চমক নিয়ে এল গুগল। কী কী রয়েছে সেই আপডেটে? প্রথমেই বলতে হয়, ৪০টি ভাষার কথা। ভারতসহ সারা বিশ্বের ৪০টি ভাষা যুক্ত করা হয়েছে এই চ্যাট বোটে। ভারতীয় ভাষার মধ্যে রয়েছে বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, মালয়লাম, মারাঠি আর গুজরাটি। অর্থাৎ, আর ইংলিশ নয়, নিজের মাতৃভাষাতেও দিব্যি বাতচিত করা যাবে গুগলের চ্যাটবটের সঙ্গে।

এর পাশাপাশি আরও এক ঝাঁক আকর্ষণ। যেমন গুগল বার্ডের কাছ থেকে শুনতে পাবেন নানারকম গলার আওয়াজ। একরকম নয়, আপনার মনের মতো গলার আওয়াজে ধরা দিতে রাজি সে। সে গলার আওয়াজ আপনিই পছন্দ করে নিতে পারবেন। এমনকী কীভাবে চ্যাটবট কথা বলবে তাও আপনিই ঠিক করে দেবেন। আপনার বলে দেওয়া কায়দায় সে  উত্তর দেবে মালিককে। অন্যদিকে কোডিংয়ের জগতেও বড়সড় বদল আনতে চলেছে গুগল বার্ড। পাইথনের কোনও কোড লিখবেন ভাবছেন?  পাইথনের মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিব্যি জানে গুগল বার্ড। তাকে বললেই নিমেষে কোড রচনা করে দেবে নতুন সংস্করণের চ্যাটবোট। প্রসঙ্গত, বাজারে ওপেন এআইয়ের চ্যাটজিপিটি ও মাইক্রোসফটের বিং চ্যাটবোট আসার পর থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছে গুগল। নয়া আপডেটে সেই লড়াইকেই আরও হাড্ডাহাড্ডি করে তুলল নেটদুনিয়ায় সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন।

গুগল ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট অমর সুব্রহ্মণ্য হিন্দুস্তান টাইমসকে জানান, এআইয়ের নীতিই ভবিষ্যতে আমাদের পথপ্রদর্শক হতে চলেছে। এই ব্যাপারে সংস্থার তাদের অংশীদারসহ বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকদের সঙ্গে বিস্তারিত আলোচনাও করছে। নয়া আপডেট গুগলের তরফে অনেকটাই শক্তিশালী পদক্ষেপ বলে মনে করছেন অমর। প্রসঙ্গত, গুগল বার্ডের এতদিন লেখা দিলে তা থেকে ছবি তৈরির ক্ষমতা ছিল। এবার তার উল্টোটাও সত্যি হতে চলেছে। আপনার আপলোড করা ছবি দেখেই বিস্তারিত বিবরণ দিয়ে দেবে গুগল। শুধু ছবির বর্ণনা নয়, পরামর্শ দিতেও ওস্তাদ গুগল। অমর হিন্দুস্তান টাইমসকে তাঁর একটি অভিজ্ঞতা ভাগ করে নেন। তার অগোছালো ঘরের ছবি তুলে বার্ডে আপলোড করেন তিনি। বার্ডের কাছ থেকে পরামর্শ চান, কীভাবে এই ঘরটিকে গুছিয়ে রাখা যেতে পারে। তখনই বার্ড বেশ কয়েকটি পরামর্শ দেয় তাঁকে। গুগল চ্যাটবটের এই ধরনের কার্যকারিতা অনেকটাই ঘুরিয়ে দিতে রোজকার জীবনযাপন।

(Feed Source: hindustantimes.com)