ভয়ঙ্কর হয়েছে বন‍্যা পরিস্থিতি দিল্লিতে, পরীক্ষা বাতিল করল এই বিশ্ববিদ‍্যালয়!

ভয়ঙ্কর হয়েছে বন‍্যা পরিস্থিতি দিল্লিতে, পরীক্ষা বাতিল করল এই বিশ্ববিদ‍্যালয়!

দিল্লি: ভয়ঙ্কর বন‍্যা পরিস্থিতি দিল্লিতে। ভেসে গিয়েছে চারদিক। বন‍্যায় বন্ধ বেশিরভাগ স্কুল, কলেজ। পিছিয়ে গিয়েছে বহু স্কুল কলেজের পরীক্ষা। এবার একইভাবে পরীক্ষা বাতিল করল গুরু গোবিন্দ সিং ইন্দ্রপ্রস্থ ইউনিভারর্সিটি (GGSIPU)।

সংবাদমাধ‍্যমের খবর অনুযায়ী, জিজিএসআইপিইউয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল জুলাই মাসের ১৪, ১৫ এবং ১৬ তারিখে। তবে আপাতত স্থগিত থাকল এই পরীক্ষা। দিল্লির পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলে ফের পরীক্ষার তারিখ ঘোষণা করবে এই বিশ্ববিদ‍্যালয়।

এর আগে ১৩ জুলাই, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল যে দিল্লির কিছু অংশে চরম বন্যার মতো পরিস্থিতির কারণে, ১৬ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানগুলিতে সমস্ত অ্যাকাডেমিক-সম্পর্কিত কার্যক্রম কার্যকর হবে না। ক্ষতিগ্রস্থ এলাকায় বসবাসকারী ছাত্রছাত্রীদের কাছে এই খবর অত‍্যন্ত স্বস্তির।

উত্তরভারতে প্রবল বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতি দিল্লিতে৷ যমুনার জলে ভাসছে গোটা শহরের বেশিরভাগ এলাকা৷ সূত্রের খবর অনুযায়ী, যমুনার জল বৃদ্ধির প্রধান কারণ হরিয়ানার অবিরাম বৃষ্টিপাত এবং হস্তনিকুন্ড ব্যারেজ থেকে জল ছেড়ে দেওয়া।

(Feed Source: news18.com)