চন্দ্রযান ৩ লঞ্চ সরাসরি আকাশ থেকে! চেন্নাই-ঢাকা ফ্লাইটের যাত্রীরা যা দৃশ্য দেখল

চন্দ্রযান ৩ লঞ্চ সরাসরি আকাশ থেকে! চেন্নাই-ঢাকা ফ্লাইটের যাত্রীরা যা দৃশ্য দেখল

বিমানের জানলা দিয়ে আকাশের দৃশ্য দেখে চোখ জুড়োতে চায় না, এমন মানুষ খুঁজে পাওয়া দায়। কিন্তু শুক্রবার উপরি পাওনা হিসাবে চেন্নাই থেকে ঢাকাগামী বিমানের যাত্রীরা আকাশপথে পেলেন চন্দ্রযান-৩-এর লঞ্চ দেখার এক সুযোগ। আর সেই দৃশ্য চোখে দেখার সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দিও করলেন বহু যাত্রী। যা দেখে উৎফুল্ল নেটিজেনরা ।

শুক্রবার, ১৪ জুলাই দুপুর ২টো ৩৫ মিনিটে চাঁদের উদ্দ‍্যশে রওনা দেয় ইসরোর চন্দ্রযান-৩। সেই সময়ে চেন্নাই বিমানবন্দর থেকে ঢাকায় উড়ে যাচ্ছিল ইন্ডিগোর ফ্লাইট 6E। বিমান তখন বঙ্গোপসাগরের উপর দিয়ে উড়ছে, এমন সময় পাইলটের ঘোষণা, ‘জানলা খুলে দেখুন, কী অপূর্ব দৃশ্য অপেক্ষা করছে শুধুমাত্র আপনাদের জন্য!’

(Feed Source: news18.com)