রুপোর স্থায়ী ট্রফি, ম্যাচের সরাসরি সম্প্রচার, জৌলুস ফিরেছে কলকাতা লিগে

রুপোর স্থায়ী ট্রফি, ম্যাচের সরাসরি সম্প্রচার, জৌলুস ফিরেছে কলকাতা লিগে

পারাদীপ ঘোষ, কলকাতা: ওটিটি প্ল্যাটফর্মে ম্যাচের সরাসরি সম্প্রচার। জয়ী দলকে সাত কেজি ওজনের চ্যাম্পিয়নশিপ ট্রফি দেওয়া হবে। কলকাতা ফুটবলে মাইলস্টোন ইয়ার হয়েই রয়ে যাবে ২০২৩। অনেক কিছু নেই, এর মাঝেও আইএফএ-র প্রচেষ্টাকে তাই কুর্নিশ জানাচ্ছে বটতলা।

প্রথা ভেঙে এবারই প্রথম কলকাতা লিগের জন্য রানিং (স্থায়ী) ট্রফির ভাবনা সত্যি করে দেখালেন রাজ্য ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সচিব অনির্বাণ দত্ত। সাত কেজি ওজনের রুপোর ঝলমলে ট্রফিটি স্পনসর করেছে সত্যেন্দ্র ফুড প্রডাক্টস। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ‘‘ট্রফি হল যে কোনও টুর্নামেন্টের পরিচিতি। কলকাতা লিগের মত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে স্থায়ী ট্রফি দেওয়ার ভাবনা অনেকদিন ধরেই মাথায় ছিল। এবার সেটা করতে পেরে ভাল লাগছে।’’

সংস্থার সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় সত্যেন্দ্র ফুড প্রডাক্টসের ডিরেক্টর সিমরান সাহুকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামী দিনে কলকাতা ফুটবলকে তার ঐতিহ্য ভরা দিনে ফিরিয়ে দেওয়ার কথা বলেন।

সচিব অনির্বাণ দত্ত, সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় ছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইএফএ-র সহ-সভাপতি স্বরূপ বিশ্বাস, সৌরভ পাল, সহ সচিব রাকেশ ঝাঁ-সহ রাজ্য ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পদাধিকারীরা।

এই বছর কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের সব ম্যাচ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে আইএফএ। পিআর সলিউশন গ্রুপের সহযোগিতায় ইনস্পোর্টস অ্যাপসের মাধ্যমে বাঙালির হাতের মুঠোয় এবার কলকাতা লিগ। পিআর সলিউশন গ্রুপের পক্ষ থেকে ডিরেক্টর পার্থ আচার্য জানান, ‘‘ম্যাচ পিছু খরচ মাত্র এক টাকা। অর্থাৎ মাত্র ২০০ টাকা খরচ করলেই কলকাতা লিগের ২০০ ম্যাচের সাক্ষী থাকতে পারবে ফুটবল অনুরাগীরা।’’

ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান, ভবানীপুর, ডায়মন্ড হারবার সাদার্ন সমিতির মতো ক্লাবের অংশগ্রহণে এবার প্রথম দিন থেকেই টানটান প্রতিযোগিতা কলকাতা লিগকে ঘিরে।

(Feed Source: news18.com)