এবার ১ মাসের ভোগান্তি, ২০ জুলাই থেকে হাওড়া-বর্ধমান শাখায় ব্যাহত হবে রেল পরিষেবা

এবার ১ মাসের ভোগান্তি, ২০ জুলাই থেকে হাওড়া-বর্ধমান শাখায় ব্যাহত হবে রেল পরিষেবা

শিয়ালদা লাইনে শনি ও রবিবার রেলের প্রয়োজনীয় মেরামতির কাজের জেরে ট্রেন চলাচল ব্যহত হয়েছে। তবে গভীর রাতে এই কাজ হওয়ার জেরে যাত্রীদের ভোগান্তি তুলনায় কিছুটা কম হয়েছে। তবে এবার ব্যান্ডেল শক্তিগড় শাখায় ভোগান্তির শুরু। একদিন দুদিন নয় প্রায় একমাস ধরে বিভিন্ন সময় থাকতে পারে পাওয়ার ব্লক। তার জেরে কার্যত বাধ্য হয়েই একাধিক ট্রেনকে বাতিল করা হচ্ছে। এর জেরে বড়সর সমস্যায় পড়তে পারেন রেলযাত্রীরা। একাধিক ট্রেনকে বিভিন্ন স্টেশনে কিছুক্ষণের জন্য় দাঁড় করিয়ে রাখা হবে বলে খবর।

রেল সূত্রে খবর ব্যান্ডেল শক্তিগড় শাখায় একাধিক পয়েন্টে রোড ওভারব্রিজ এর কাজ হবে। সে কারণে স্বাভাবিকভাবেই পাওয়ার ব্লক করতে হবে। সেই কাজের জন্য আগামী ২০ শে জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে রেলের পাওয়ার ব্লক থাকবে। এর জেরে ওই জায়গায় ট্রেন চলাচল ব্যাহত হবে। প্রায় একমাস ধরে যাত্রী ভোগান্তির সম্ভাবনা । সব মিলিয়ে মোটামুটি ২০ শে জুলাই থেকে কার্যত হাওড়া বর্ধমান মেন লাইন এই সমস্যায় পড়তে পারেন যাত্রীরা।

এছাড়াও রক্সৌল হাওড়া, গয়া- হাওড়া, সীতামারি কলকাতা, আজমগড় কলকাতা, যোগবানি কলকাতা, শিয়ালদা বালিয়া এক্সপ্রেস, গোরক্ষপুর কলকাতা এই ট্রেন গুলিকে একাধিক স্টেশনে কিছুক্ষণ করে দাঁড় করিয়ে রাখা হতে পারে। এর জেরে মনে করা হচ্ছে এই সমস্ত ট্রেনের চলাচল সঠিক সময় হবে না। যাত্রী ভোগান্তি চরমে উঠতে পারে।

এই পাওয়ার ব্লকের জেরে একাধিক লোকাল বাতিল চলাচলে বিঘ্ন ঘটতে পারে।। হাওড়া আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস বাতিল থাকবে। তবে মোকামা এক্সপ্রেস কে সরাসরি বন্ধ করা হচ্ছে না। কিন্তু এটাকে কর্ডলাইন দিয়ে ঘুরিয়ে চালানো হবে। এদিকে মোকামা প্যাসেঞ্জার ট্রেনে অনেকেই মেন লাইনে যাওয়ার চেষ্টা করতেন। তারা আগাম না জানলে সমস্যয় পড়তে পারেন।

সেক্ষেত্রে যাত্রা শুরুর আগে রেলের নোটিশ দেখে নেওয়াটা ভালো। না হলে সমস্যা হতে পারে।

এদিকে একদিকে রেলের নিরাপত্তার দিক,যাত্রীদের সুরক্ষার দিক। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার অন্যদিকে সঠিক সময় ট্রেন চলাচলের বিষয়টাও খেয়াল রাখতে হয় রেলকে। না হলে ভোগান্তি হয় যাত্রীদের। এই দুটোর মধ্যে বারবার দ্বন্দ্ব তৈরি হচ্ছে। মূলত রেলের বিভিন্ন মেরামতির কাজের জন্য় এই পাওয়ার ব্লক করতে বাধ্য় হচ্ছে রেল।

(Feed Source: hindustantimes.com)