মেসি দর্শনের টিকিটের দাম মাত্র ৯০ লাখ! সঙ্গে পাবেন লাঞ্চ এবং অটোগ্রাফ

মেসি দর্শনের টিকিটের দাম মাত্র ৯০ লাখ! সঙ্গে পাবেন লাঞ্চ এবং অটোগ্রাফ

মায়ামি: লিওনেল মেসির মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল লিগ মেজর সকার লিগের অভিষেকের আগে মেসি ম্যানিয়ায় ভুগছে গোটা আমেরিকা। মেসি সকার লিগে নামার আগে ম্যাচের টিকিটের দাম আকাশছোয়া হয়ে গেছে। শুক্রবার চারলটের বিরুদ্ধে ম্যাচে ইন্টার মিয়ামির হয়ে অভিষেক হতে চলেছে মেসির। তার আগে টিকিটের মূল্য ১১০ মার্কিন ডলারে গিয়ে পৌঁছেছে,ভারতীয় মুদ্রায় যা ৯০ লক্ষ টাকা। মেজর সকার লিগে টিকিটের দাম নতুন রেকর্ড গড়েছে। সৌজন্যে একমাত্র মেসি।

ডেভিড বেকহ্যামের দল ইন্টার মিয়ামিতে আর্জেন্টাইন তারকার সই করার পর থেকেই কিছু আসনে টিকিটের দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে। তবে সাধারণ দর্শকদের ক্রয়ক্ষমতার মধ্যেও টিকিটের দাম রয়েছে। টিকিটের গড় দাম ৪৮৭ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা ৪০ হাজার টাকা। মেসি অনুরাগীরা মাইলের পর মাইল সফর করেও ম্যাচ দেখতে আসছেন।যদিও ২১ তারিখের ম্যাচের টিকিটের মূল্য ৯০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যমের দাবি।

লিগ টেবিলে সবশেষে থাকা সত্ত্বেও মেসির আগমনের পর  ইন্টার মিয়ামির টিকিটের মূল্য ৭০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইন্টার মিয়ামিতে মেসির সই এর পরেই মাঠ ও মাঠের বাইরে সমর্থকদের মধ্যে নতুন উন্মাদনা দেখা দিয়েছে। ফুটবলের নতুন রাজপুত্রও ক্লাবকে ট্রফি এনে দেওয়ার জন্য বদ্ধপরিকর বলে জানিয়েছেন। ফুটবলের বাইরেও মেসি ম্যানিয়া ছড়িয়ে পড়েছে।

(Feed Source: news18.com)