মোট ভোটারের থেকেও বেশি ভোট পেলেন তিন তৃণমূল প্রার্থী! ফল দেখে হতবাক বিচারপতি

মোট ভোটারের থেকেও বেশি ভোট পেলেন তিন তৃণমূল প্রার্থী! ফল দেখে হতবাক বিচারপতি

কলকাতা: বুথের মোট যা ভোটার সংখ্যা, তার থেকেও বেশি ভোটে জয়ী হয়ে গেলেন তৃণমূল প্রার্থী৷ তাও আবার একজন নয়, একসঙ্গে তিন তিন জন তৃণমূল প্রার্থী জয়ের ব্যবধান বুথের মোট ভোটার সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে৷ এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগণার হাবড়া-২ ব্লকে৷ সেখানে গ্রাম পঞ্চায়েতের তিন জন তৃণমূল প্রার্থীর জয়ের এমন অস্বাভাবিক ব্যবধান দেখে এ দিন বিস্ময় প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা৷

হাবড়া-২ ব্লকের তিন জন তৃণমূল প্রার্থীর জয়ের ব্যবধান তাঁদের বুথের মোট ভোটারের থেকে বেশি, এমন অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন মহম্মদ নুরউদ্দিন সহ বেশ কয়েকজন৷ অভিযোগ শুনে রীতিমতো অবাক হয়ে যান বিচারপতি অমৃতা সিনহা৷ অভিযোগ সত্যি কি না এবং এমন সত্যি ঘটে থাকলে কীভাবে তা সম্ভব হল, তা জানতে চেয়ে হাবড়া-২ ব্লকের বিডিও-র থেকে কৈফয়ত তলব করেছেন বিচারপতি অমৃতা সিনহা৷ আগামী ৪ অগাস্টের মধ্যে বিডিও এবং রাজ্য নির্বাচন কমিশনকে এই বিষয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা৷

মামলাকারীদের অভিযোগ, হাবড়া-২ ব্লকের মালিবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ৩ জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট, ভোটার লিস্টের মোট মোট ভোটারের থেকে বেশি৷ যেমন ৮৩ নং পার্টে মোট ভোটার ১৪৮৮। অথচ ওই বুথে তৃণমূলের জয়ী প্রার্থী রোকেয়া বিবি পেয়েছেন ১৫৩০ ভোট৷ আবার অন্য একটি বুথে, মোট ভোটার সংখ্যা ১৫৩৯। সেখানে তৃণমূলের জয়ী প্রার্থী জেসমিনা খাতুন পেয়েছেন ১৬৩১ ভোট। আর একটি বুথে, মোট ভোটারের সংখ্যা ১৪৮১৷ সেখানে জয়ী তৃণমূল প্রার্থী পেয়েছেন ১৭৮২টি ভোট৷

এই পরিসংখ্যান তুলে ধরে মামলাকারীদের আইনজীবী উদয় চট্টোপাধ্যায় প্রশ্ন করেন, কমিশনের ভোটার লিস্টের থেকেও বেশি ভোট ব্যালট বক্সে এল কীভাবে? এর পরেই কমিশন ও বিডিও-র রিপোর্ট তলব করেন বিচারপতি অমৃতা সিনহা৷

প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই নিউ টাউনের জ্যাংড়া ২ নম্বর পঞ্চায়েতের একটি বুথে অস্বাভািক ব্যবধানে তৃণমূল প্রার্থীর জয় নিয়েও বিস্ময় প্রকাশ করে রিপোর্ট তলব করেছেন বিচারপতি৷ ওই বুথে স্থানীয় বাসিন্দারা ভোট বয়কট করেন বলে দাবি৷ অথচ সেই বুথেই ভোট পড়ে ৯৫ শতাংশ৷ বিপুল ব্যবধানে জয়ী হন তৃণমূল প্রার্থী৷ ভোটাররা ভোট বয়কট করলে কীভাবে ৯৫ শতাংশ ভোট পড়ল, সেই প্রশ্ন তোলেন বিচারপতি৷

(Feed Source: news18.com)