গাড়ি কিংবা বাইক কিনতে চলেছেন? জুন থেকে আরও বেশি অর্থ ব্যয়ের জন্য প্রস্তুত হোন

গাড়ি কিংবা বাইক কিনতে চলেছেন? জুন থেকে আরও বেশি অর্থ ব্যয়ের জন্য প্রস্তুত হোন

বিমার প্রিমিয়াম কতটা বৃদ্ধি হচ্ছে

১৫০ সিসির ওপরের বাইকের ক্ষেত্রে প্রিমিয়াম বাড়ছে ১৫ শতাংশ করে। ১০০০ থেকে ১৫০০ সিসির গাড়ির ক্ষেত্রে বিমার প্রিমিয়াম বাড়ছে ৬ শতাংশ করে। ১০০০ সিসি পর্যন্ত গাড়ির বিমার প্রিমিয়াম বাড়ছে ২৩ শতাংশ আর স্কুটার থেকে মোটর সাইকেল
১৫০ সিসির নিচে হলে সেক্ষেত্রে বিমার প্রিমিয়াম বাড়ছে ১৭ শতাংশ।

আরও কঠিন পরিস্থিতির মুখে পড়ছেন সাধারণ মানুষ

গাড়ির বিমার প্রিমিয়াম বৃদ্ধির যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে মোটরবাইকের প্রিমিয়াম বাড়ছে ১৫ শতাংশ । যার প্রভাব পড়বে বাজাজ পালসার, রয়্যাল এনফিল্ড বুলেট, কেটিএম আরসি ৩৯০-সহ সব ব্র্যান্ডের গাড়ির।
সাধারণভাবে দেশের মধ্যবিত্তরা এইসব গা়ড়ি ব্যবহার করে থাকেন। আর এই বিমার প্রিমিয়াম বৃদ্ধির অর্থ হল তাঁদের জীবনযাত্রাকে আরও কঠিন করে তোলা। সাম্প্রতিক সময়ে নির্মাতারা গাড়ির মূল্যবৃদ্ধি করেছিলেন, এবার তার সঙ্গে
যুক্ত হল বিমার প্রিমিয়াম বৃদ্ধি।

মানুষের অসুবিধা আরও বাড়বে

১০০০ থেকে ১৫০০ সিসির মধ্যে থাকা ব্যক্তিগত গাড়ির তৃতীয় পক্ষের বিমার প্রিমিয়াম ৬ শতাংশ বৃদ্ধি পেতে চলেছে। সেক্ষেত্রে ৩২২১ টাকা থেকে প্রিমিয়াম বৃদ্ধি পেয়ে হবে ৩৪১৬ টাকা। এই বৃদ্ধি আর সাম্প্রতিক সময়ে নির্মাতাদের দামবৃদ্ধি একসঙ্গে করলে মানুষের অসুবিধা আরও বাড়বে।
অন্যদিকে একটি ১০০০ সিসি পর্যন্ত নতুন ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে তৃতীয় পক্ষের প্রিমিয়াম ২৩ শতাংশ পর্যন্ত বাড়বে। তবে ১৫০০ সিসির ওপরে গাড়িগুলির প্রিমিয়াম ৭৮৯৭ টাকা থেকে কমে ৭৮৯০ টাকা হবে।
বাণিজ্যিক গাড়ি যেগুলির ওজন ১২০০০ কেজি থেকে ২০ হাজার কেজির মধ্যে সেগুলির সংশোধিত প্রিমিয়াম হবে ৩৫, ৩১৩ টাকা। আর মালবহনকারী গাড়ি, যেগুলির ওজন ৪০ হাজার কেজির বেশি, সেগুলির সংশোধিত প্রিমিয়াম হবে ৪৪, ২৪২ টাকা।

বছরের শুরুতেই গাড়ির দাম বাড়িয়েছিল বিভিন্ন সংস্থা

বছরের শুরুতে মারুতি সুজুকি, টয়োটা, মাহিন্দ্রা এবং টাটার মতো সংস্থা কাঁচামালের ঘাটতির কারণে তাদের মডেলগুলির জাম বাড়িয়েছিল। এছাড়াও বছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের বাজারে দু-চাকার গাড়ির দামও
বেড়েছে।