ফ্রিতে টমেটো দিচ্ছেন অটোচালক, মানতে হবে একটা শর্ত

ফ্রিতে টমেটো দিচ্ছেন অটোচালক, মানতে হবে একটা শর্ত

পঞ্চায়েত ভোট ও আরও নানা খবরের মতোই সংবাদমাধ্যমের শিরোনামে এখন জায়গা করে নিয়েছে টম্যোটা। সারা ভারত জুড়েই দামি হয়ে উঠেছে এই সবজি।  রান্নাঘরের টমেটো নিয়ে এখন বাজার আর খবর দুইই বেশ সরগরম। তবে এই মূল্যবৃদ্ধির ফাঁকতালে কেউ কেউ নিজের ব্যবসাও ফাঁদছেন। দামি টমেটোকে ভর করেই নিজের ব্যাবসা ফুলিয়ে ফাপিয়ে তোলার ফন্দি করেছেন অনেকে। ইদানীং বেশিরভাগ রাজ্যের বাজারেই প্রায় ১০০ টাকা প্রতি কেজি দাম বেড়েছে এই সবজির। সেখানে বিনা পয়সায় এক কেজি টমেটো দেবেন এক অটোচালক। সম্প্রতি সেই সূত্রেই ভাইরাল হলেন তিনি‌। তবে হ্যাঁ, শর্তাবলী প্রযোজ্য!

সম্প্রতি চণ্ডীগড়ের ওই অটোচালক জানিয়েছেন, তিনি তার যাত্রীদের এক কেজি টমেটো দেবেন। তবে তাঁর জন্য পাঁচ বার তার অটো করে যাত্রা করতে হবে। এই শর্ত পূরণ করতে পারলেই মিলবে টাটকা এক কেজি টমেটো। পঞ্চম যাত্রাটি শেষ হলেই যাত্রীর হাতে  তুলে দেবেন এই বহুমূল্য সবজি। প্রসঙ্গত, অটোচালক অরুণের আরও কিছু গুণ রয়েছে‌। গত ১২ বছর তিনি কোনও ভাড়া ছাড়াই ভারতীয় সেনাদের অটো করে গন্তব্যে পৌঁছে দেন। এমনকী তার অটোয় চড়ে বিনা পয়সা হাসপাতাল যাওয়ার সুবিধা পান অন্তঃসত্ত্বা মহিলারাও।

এই দিন সংবাদ মাধ্যমকে অরুণ জানিয়ছেন, অটো চালিয়েই তার যাবতীয় রোজগার‌। কিন্তু এই পেশাতে তিনি বেশ সন্তুষ্ট। বিশেষ টমেটো অফারের পাশপাশি তিনি আরেকটি অফারের কথাও জানিয়েছেন। আগামী অক্টোবরে ভারত-পাকিস্তানের ক্রিকেট খেলায় ভারত জিতলে ৫ দিন সবাইকে ভাড়া ছাড়া গন্তব্যে পৌঁছে দেবেন তিনি।

প্রসঙ্গত অরুণ একা নন, অরুণের মতো আরও অনেকেই বহুমূল্য টমেটোকে ব্যবসার কাজে লাগাচ্ছেন। এই তালিকায় রয়েছে জুতোর ব্যবসায়ী মোবাইল ব্যবসায়ীরাও। সম্প্রতি পাঞ্জাবের গুরুদাসপুরে এক জুতোর ব্যবসায়ী বিনামূল্যে দুই কেজি টমেটো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এর জন্য ১০০০ থেকে ১৫০০ টাকা দামের জুতো কিনতে হবে ক্রেতাদের। অন্যদিকে একই ঘটনা ঘটেছে মধ্য প্রদেশের এক মোবাইলের দোকানে। মোবাইলের উপর এমনিই সারা বছর কিছু না কিছু অফার থাকেই। তবে এবারের অফার টমেটো অফার। মোবাইল কিনলে সেখানে বিনামূল্যে টমেটো পাবেন ক্রেতা‌।

(Feed Source: hindustantimes.com)