পশ্চিমবঙ্গ: পঞ্চায়েত হিংসার বিরুদ্ধে বিজেপির সমাবেশ, হাজার হাজার মানুষ জড়ো

পশ্চিমবঙ্গ: পঞ্চায়েত হিংসার বিরুদ্ধে বিজেপির সমাবেশ, হাজার হাজার মানুষ জড়ো

বিজেপির সমাবেশ
– ছবি: আমার উজালা

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সহিংসতার প্রতিবাদে বুধবার বেঙ্গল বিজেপি একটি মেগা সমাবেশের আয়োজন করেছে। পঞ্চায়েত নির্বাচনের সহিংসতা নিয়ে আজ কলকাতায় রাস্তায় নেমেছে বিজেপি। রানি রাসমণি অ্যাভিনিউতে এক মহাসমাবেশের আয়োজন করা হয়। এই মিছিল চলবে ধর্মতলা পর্যন্ত। এ সময় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন বিজেপি নেতারা। সারা রাজ্যের বিজেপি নেতারা একজোট হয়ে এই মহার্যালি বিক্ষোভে অংশ নেন।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বাংলায় রক্তাক্ত সরকার চলছে। ঘর সামলাতে না পেরে দেশের বিভিন্ন স্থানে বক্তৃতা দিচ্ছেন। তিনি বলেন, এটা কেমন পঞ্চায়েত নির্বাচন, যাতে ৫০ জনের বেশি মানুষ মারা যায়। এটাকে রক্তাক্ত সরকার না বললে কি বলা হবে? তিনি বলেন, বিজেপি সিদ্ধান্ত নিয়েছে যে 21 জুলাই তারা পুরো রাজ্যে BDO অফিসের সামনে বিক্ষোভ করবে।

এখানে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী এবং সাংসদ দিলীপ ঘোষ এক মঞ্চে। মিছিল শুরুর আগে মঞ্চে ভাষণ দেন দিলীপ ঘোষ। শুভেদু অধিকারী বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকে খোঁচাও দিয়েছেন। তিনি বলেন, গত লোকসভা নির্বাচনের আগেও 19 জানুয়ারি কলকাতায় একই ধরনের সার্কাস হয়েছিল। তখন এর নাম ছিল ইউনাইটেড ইন্ডিয়া। এর কুফল সারা দেশের মানুষ দেখেছে। ইডি, সিবিআইকে এড়াতে ফাইভ স্টার মিটিং করেছেন তিনি।

(Feed Source: amarujala.com)