করণ জোহরের হাত শুরু হয়েছিল আলিয়ার অভিনয় কেরিয়ার, ফের পরিচালক করণের ছবিতে রাহার মা। অন্যদিকে প্রথমবার রণবীর সিং কাজ করলেন করণের ছবিতে। কথা হচ্ছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র। এই ছবি করণের সুদীর্ঘ ২৫ বছরের ফিল্মি কেরিয়ারের উদযাপন। পুরোদস্তুর ফ্যামিলি ড্রামা আর ‘ইশকওয়ালা লাভ’-এর মিশেলে তৈরি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। ছবির ট্রেলারে আলিয়ার মুখে ‘খেলা হবে’ ধ্বনি শুনেই মন গলেছিল বাঙালির। তবে ছবির নতুন প্রচার ঝলক ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে পেটে কাতুকুতু দিয়ে হাসানো চেষ্টা করছেন করণ, উঠল এমনই অভিযোগ। ছবির নতুন প্রোমো দেখে চরম হতাশ ফ্যানেরা। এমন মাথামুণ্ডুহীন সংলাপের কোনও অর্থই খুঁজে পাচ্ছেন না কেউ। ছবিতে পাঞ্জাবি মুণ্ডা রকি রান্ধাওয়ার চরিত্রে দেখা যাবে রণবীরকে। শিক্ষিতা বাঙালি কন্যে রানির (আলিয়া) একদম বিপরীত মেরুতে অবস্থান তাঁর। কিন্তু পড়াশোনা কম জানা রকি ‘কলিগ’ শব্দের অর্থও জানে না এটা হজম করতে পারছে না দর্শক।
ভিডিয়োয় দেখা গেল, আলিয়ার সঙ্গে থাকা এক পুরুষকে দেখে রকি দুজনের মধ্যে ভাই-বোনের সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। তখনই সেই ব্যক্তি রণবীরকে থামিয়ে জানান, ‘আমি ওর সহকর্মী (কলিগ) ভাই নই’। তারপর রণবীর পালটা প্রশ্ন করেন, ‘তা বাবার দিকের না মায়ের দিকের?’ যা শুনে হেসে কুটোপাটি আলিয়া। এই ক্লিপিং দেখে নেটিজেনরা কটাক্ষ করতে ছাড়েননি করণকে। একজন হতাশ ভক্ত লেখেন, ‘কে কলিগ শব্দের মানে জানে না…. দয়া করে রণবীরকে এতটা অশিক্ষিত দেখাবেন না’। অপর একজন লেখেন, ‘এত টাকা খরচ করে একটু ভালো কাহিনি নিয়ে তো আসতে পারে, এইসব বস্তাপচা সিনেমা বানিয়ে কী লাভ’। কেউ কেউ তো ছবি মুক্তির আগেই ছবির নামে ফ্লপ তকমা সেঁটে দিতে পিছপা হচ্ছেন না। বেশিরভাগের কাছেই এই প্রোমো ‘অতি জঘন্য’-এর তকমা পেয়েছে।
আগামী ২৮শে জুলাই মুক্তি পাবে এই ছবি। অ্যায় দিল হ্যায় মুশকিলের পর অর্থাৎ ৯ বছর পর কোনও পূর্ণদৈর্ঘ্যের ফিচার ফিল্ম পরিচালনায় করণ জোহর। বাঙালি আলিয়ার পরিবার হিসাবে ছবিতে থাকছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরীরা। অন্যদিকে রকির পরিবারের সদস্য হিসেবে দেখানো হয়েছে জয়া বচ্চন, শাবানা আজমি, ধর্মেন্দ্রদের। নবীন-প্রবীণের মিশেলে ছবির কাস্টিং দুর্দান্ত, তবে চিত্রনাট্য আর পরিচালনা কতখানি সুবিচার করতে পারবে তার সঙ্গে। সেটাই জানা যাবে ছবি মুক্তির পর।
(Feed Source: hindustantimes.com)