নিউ ইয়র্ক: শাহরুখ খান ও কাজল অভিনীত ছবি ‘দিলওয়ালে’ নিশ্চয় দেখেছেন। বহু বছর পর এই ছবিতে এক সঙ্গে কাজ করেছিলেন শাহরুখ ও কাজল। এই জুটি মানেই বলিউডের হিট ছবি। যদিও বক্স অফিসে তেমন সাড়া না ফেললেও এই ছবির একটি গান এতটাই জনপ্রিয় হয়েছিল যে, আজও ভক্তরা সেই গানে ভিডিও বানায়। গানটির নাম ‘রঙ দে তু মোহে গেরুয়া’! এই গানে কাজল ও শাহরুখকে মোহময়ী লেগেছিল। গানটির শ্যুট হয়েছিল ভেস্ত্রাহর্নের জলপ্রপাতের সামনে, আইসল্যান্ডে। সম্প্রতি এই গান আবার চর্চায় এসেছে। একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে। যা লাখ লাখ মানুষ দেখছেন ও শেয়ার করছেন।
কী আছে সেই ভিডিওতে? নিউ ইয়র্কের যুবতী বিশাখা হোসামব্রে একটি ভিডিও বানিয়েছেন। যা এখন চর্চায়। শাহরুখ খানের পাগল ভক্ত বিশাখা! সে নিজেও একজন প্রফেশনাল নৃত্য শিল্পী। সে ঠিক করে যে গেরুয়া গানে সে একটি নাচের ভিডিও করবে! এবং সেই লোকেশনে গিয়েই ভিডিও করবে, যেখানে ‘গেরুয়া’ গানের শ্যুটিং হয়। যেমন ভাবা তেমন কাজ। গেরুয়া রঙের ঘাগরা-চোলি পরে সেখানে পৌঁছে যান বিশাখা!
একেবারে শাহরুখ-কাজলের স্টাইলেই নেচে মন ভরিয়ে তোলেন বিশাখা! এই ভিডিও দেখে নেটিজেনরা তো অবাক হয়ে যায়। ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন বিশাখা!
মুহূর্তের মধ্যে ভাইরাল হয় ভিডিও। এই ভিডিও দেখে অনেকেই বলেন, কাজলের থেকেও বেশি ভাল লাগছে বিশাখাকে। কেউ লিখেছেন, খুব ভাল একটি ভিডিও পোস্ট করার জন্য ধন্যবাদ। যদিও বিশাখ জানান, এই গানে নাচ করাটা তাঁর স্বপ্ন ছিল। তিনি শাহরুখ খানের বিরাট ভক্ত সে কথা জানাতেও ভোলেননি বিশাখা। এই ভিডিও এখন তুমুল ভাইরাল!