অরূপ রায়ের জমানায় অন্তত গ্রেফতার হবে না শান্তিরঞ্জন, দাবি মঙ্গলাহাটের দোকানিদের

অরূপ রায়ের জমানায় অন্তত গ্রেফতার হবে না শান্তিরঞ্জন, দাবি মঙ্গলাহাটের দোকানিদের

অরূপ রায় মন্ত্রী থাকলে গ্রেফতার হবেন না মঙ্গলাহাট অগ্নিকাণ্ডে অভিযুক্ত প্রোমোটার শান্তিরঞ্জন দে। শনিবার এমনই আশঙ্কার কথা শোনা গেল স্থানীয় ব্যবসায়ীদের মুখে। তাঁদের দাবি, মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে শান্তিরঞ্জনের ঘনিষ্ঠতা রয়েছে। যার ফলে কোনও ভাবেই প্রোমোটারকে গ্রেফতার করবে না পুলিশ।

বৃহস্পপতিবার রাতের আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে রাজ্যের বৃহত্তম কাপড়ের বাজার হাওড়ার মঙ্গলাহাট। গভীর রাতে হাটের দোকান দাউ দাউ করে জ্বলতে দেখেন ব্যবসায়ীরা। দমকল এসে তেমন সুবিধা করতে পারেনি। আর অগ্নিকাণ্ডের পর থেকেই ব্যবসায়ীদের মুখে একটাই অভিযোগ, আগুন লাগিয়েছে প্রোমোটার শান্তিরঞ্জন দের ছেলেরা। শনিবার নওসাদ সিদ্দিকি অগ্নিদগ্ধ মঙ্গলাহাট পরিদর্শনে যান। তখনই ব্যবসায়ীদের একাংশ বলতে থাকেন, অরূপ রায় মন্ত্রী থাকলে শান্তিরঞ্জন গ্রেফতার হবে না।

কিন্তু কে এই শান্তিরঞ্জন? স্থানীয় ব্যবসায়ীদের দাবি, মঙ্গলাহাটের জমির একাংশের লিজ সত্ত্ব ছিল দমদমের বাসিন্দা শান্তিরঞ্জনের কাছে। কিন্তু সেই সত্ত্বের মেয়াদ ফুরিয়ে গিয়েছে। তার পরও জমির দখল ছাড়তে নারাজ তিনি। এই নিয়ে শান্তিরঞ্জনের সঙ্গে ব্যবসায়ীদের মামলা চলছে।

ব্যবসায়ীদের একাংশের দাবি, বৃহস্পতিবার গভীর রাতে শান্তিরঞ্জনের ছেলেরাই পেট্রল ছড়িয়ে হাটে আগুন লাগিয়েছে। তাই দ্রুত বিধ্বংসী চেহারা নিয়েছে আগুন।

বলে রাখি, দগ্ধ মঙ্গলাহাট পরিদর্শনে গিয়ে ঘটনার তদন্তে ৫ সদস্যের কমিটি গড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটিতে রয়েছেন অরূপ রায়ও। ব্যবসায়ীদের অভিযোগ যদিও অস্বীকার করেছেন মন্ত্রী। তিনি বলেন, ‘শান্তিরঞ্জন আমার ঘনিষ্ঠ একথা ঠিক নয়। ৪ দশকের রাজনৈতিক জীবনে চার আনা পয়সা কোনও দিন কারও থেকে নিইনি।’

(Feed Source: hindustantimes.com)