ভোট হিংসার তথ্যতলাসে রাজ্যে ফের বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদল

ভোট হিংসার তথ্যতলাসে রাজ্যে ফের বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদল

রাজ্যে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এল বিজেপির আরও এক পর্যবেক্ষক দল। দলে রয়েছেন বিজেপির ৫ জন তফশিলি সাংসদ। রাজ্যের বিভিন্ন প্রান্তে তফশিলি জাতিভুক্তদের ওপর যে আক্রমণ হয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখবেন তাঁরা। ২ দিনের সফর শেষে রিপোর্ট জমা দেবেন দলের সভাপতি জেপি নড্ডার কাছে।

রবিবার মনোজ রাজৌরির নেতৃত্বে বিজেপির ৫ সদস্যের প্রতিনিধিদল দমদম নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয়। দলের প্রতিনিধিরা জানান, লোকসভা, বিধানসভা হোক বা পঞ্চায়েত, পশ্চিমবঙ্গে প্রতিটি নির্বাচনে হিংসা হয়। আর পুলিশ প্রশাসন শাসক দলের প্রতিনিধির মতো কাজ করে। এখানে মানুষের অধিকার পদদলিত হচ্ছে। বিজেপি কর্মীরা তো বটেই, আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষও। আমরা তাদের কাছে পৌঁছনোর চেষ্টা করব। তাদের দুঃখ কষ্ট জানার চেষ্টা করব। তার পর দিল্লি পৌঁছে দলের সভাপতিকে রিপোর্ট পেশ করব।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, রবিবার হিংসা কবলিত হুগলির আরামবাগে যাবে দলটি। সেখানে দলের আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করবে তারা। ২ দিনের এই সফর শেষে সোমবার রাতে দিল্লি ফিরে যাবেন দলের সদস্যরা। এর পর তাঁর বিজেপি সভাপতি জে পি নড্ডার কাছে রিপোর্ট জমা দেবেন।

পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের পরদিনই রাজনৈতিক হিংসায় আক্রান্তদের সঙ্গে কথা বলতে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদল। এর পর রাজ্যে আসে বিজেপির মহিলা সংসদদের প্রতিনিধিদল। ভোটের ফলঘোষণার পর থেকে এই নিয়ে রাজ্যে এল বিজেপির তৃতীয় কেন্দ্রীয় তথ্যঅনুসন্ধানী দল। পালটা কর্মসূচি হিসাবে মণিপুরে প্রতিনিধিদল পাঠিয়েছে তৃণমূল।

(Feed Source: hindustantimes.com)