পছন্দসই ভিআইপি মোবাইল নম্বর নিতে চান? ঘরে বসে পাবেন, Jio দিচ্ছে সুযোগ

পছন্দসই ভিআইপি মোবাইল নম্বর নিতে চান? ঘরে বসে পাবেন, Jio দিচ্ছে সুযোগ

কলকাতা: মোবাইল ফোনের ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভিআইপি মোবাইল নম্বরের জনপ্রিয়তাও বেড়ে চলেছে। এখন মানুষের মধ্যে ব্যক্তিগত ব্যবহার এবং ব্যবসা করার জন্য ভিআইপি মোবাইল নম্বর রাখার একটি ঝোঁক রয়েছে। এমন পরিস্থিতিতে কেউ যদি নিজেদের জন্য ভিআইপি মোবাইল নম্বর পেতে চান, তাহলে খুব সহজেই তা পাওয়া সম্ভব।

আর সবথেকে বড় কথা হল, জনপ্রিয় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও-র ভিআইপি নম্বর সহজেই পাওয়া যেতে পারে। আর এর জন্য গ্রাহকদের অবশ্য বেশি টাকা খরচ করারও প্রয়োজন নেই।

কেউ যদি রিলায়েন্স জিও-র ভিআইপি নম্বর পেতে চান, তাহলে তিনি এটি খুব সহজেই পেতে পারেন। খুব সহজে ঘরে বসেই কয়েকটি সাধারণ উপায় অবলম্বন করে নিজেদের পছন্দের নম্বর বেছে নিতে সক্ষম হবেন গ্রাহকরা। এই সহজ উপায়ের কথা বলা রয়েছে Jio.com-এ।

তাতে জানানো হয়েছে যে, এবার থেকে গ্রাহকরা Jio পোর্টালের ভিআইপি বিভাগে তালিকাভুক্ত নিজেদের পছন্দের নম্বরটি বেছে নিতে পারবেন। এর জন্য প্রথমেই তাঁদের জিও-র পোর্টালে যেতে হবে। অথবা সরাসরি একটি লিঙ্ক ওপেন করতে হবে। উপায়টি খুবই সহজ। পোর্টাল থেকেই কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে গ্রাহকরা নিজেদের পছন্দের মোবাইল নম্বর অর্থাৎ ভিআইপি মোবাইল নম্বর বেছে নিতে পারবেন।

নিজের পছন্দসই ভিআইপি নম্বর বেছে নেওয়ার উপায়:

প্রথমেই গ্রাহকদের www.jio.com পোর্টালে যেতে হবে। অথবা সরাসরি www.jio.com/selfcare/choice-number/ লিঙ্ক ওপেন করতে হবে। এর পর গ্রাহকদের ‘Book a Choice Number’ এর নিচের বক্সে নিজেদের বিদ্যমান মোবাইল নম্বর এন্টার করতে হবে। এর পর গ্রাহক নিজের ফোনে একটি ওটিপি পাবেন। এর পর সেটি এন্টার করতে হবে এবং লগ-ইন করতে হবে।

পরবর্তী প্রক্রিয়ায় গ্রাহকদের নিজেদের পছন্দের নম্বর লিখতে হবে। পরবর্তী ধাপে যাওয়ার সময় গ্রাহকরা কিছু নম্বরের বিকল্প দেখতে পাবেন। এখানে তাঁরা নিজেদের পছন্দসই নম্বরটির পাশের বক্সে ক্লিক করে সেটি বেছে নিতে পারবেন।

পছন্দের নম্বর নির্বাচন করার পরে এই প্রক্রিয়াটির জন্য কয়েক মিনিট সময় লাগতে পারে। এর পর গ্রাহকদের নির্ধারিত অর্থ প্রদান করতে বলা হবে। এই ভাবে ৪৯৯ টাকা দিয়ে গ্রাহকরা নিজেদের পছন্দের একটি ভিআইপি মোবাইল নম্বর পেয়ে যেতে পারেন।

(Feed Source: news18.com)