সম্পর্ক ভাল ছিল না প্রতিবেশীর সঙ্গে, নেতাজি নগরে বৃদ্ধের মৃত্যুতে একাধিক প্রশ্ন

সম্পর্ক ভাল ছিল না প্রতিবেশীর সঙ্গে, নেতাজি নগরে বৃদ্ধের মৃত্যুতে একাধিক প্রশ্ন

কলকাতা: গত ১৩  জুলাই থেকে নিখোঁজ ছিলেন নেতাজি নগর থানা এলাকার শ্রী কলোনির বাসিন্দা বিপ্লবকুমার পাল। প্রায় ৭০ বছরের কাছে বয়স হয়েছিল অবসরপ্রাপ্ত এই সরকারি চাকুরের। ১৩ তারিখ রাতে রহস্যজনকভাবে উধাও হয়ে যান তিনি। বাড়ির মূল ফটকের কাছে একটি সিসি ক্যামেরা লাগানো থাকায় পরিবারের তরফে তার ফুটেজও চেক করা হয়।

বিপ্লববাবুর ছেলে পলাশ পালের দাবি সেই সিসিটিভি ফুটেজ থেকেও বৃদ্ধকে বেরোতে দেখতে পাওয়া যায়নি। চিলেকোঠার ঘর থেকে কোথায় উধাও হয়ে গেলেন তিনি সেই প্রশ্নের উত্তর খুঁজে পাননি কেউই। শনিবার এক প্রতিবেশী মারফত পাশের একটি বাড়ির পিছনে দুর্গন্ধ বেরোচ্ছে বলে জানতে পারেন পলাশ পাল। তৎক্ষণাৎ সেই জায়গাটি দেখে পুলিশকে খবর দিলে সেখান থেকেই তার বাবার পচা গলা দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় স্থানীয় নেতাজি নগর থানার তরফে। পুলিশ সূত্রে খবর দেহটিকে প্রাথমিকভাবে পরীক্ষা করে কোনরকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। যদিও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরে মৃত্যুর সম্ভাব্য কারণ জানা যেতে পারে বলে মনে করছে পুলিশ। তবে পরিবারের তরফে সন্দেহ করা হচ্ছে যে বাড়িটির পেছনে এই দেহ উদ্ধার হয়েছে, সেই পরিবারের কেউ এই মৃত্যুর জন্য দায়ী থাকতে পারেন।

বাড়ির মূল ফটক দিয়ে যেহেতু বিপ্লববাবু বেরোননি তাই চিলেকোঠা থেকে একমাত্র ছাদ টপকে পাশের বাড়ির ছাদে নেমে সেখান থেকেই একমাত্র দেহ উদ্ধারের জায়গাটিতে পৌঁছানো যেতে পারে বলে মনে করছেন তারা। তবে আত্মহত্যা করলে কেন নিজের বাড়ির ছাদ ছেড়ে পাশের বাড়ির ছাদ থেকে তিনি ঝাঁপ মারতে গেলেন সেই বিষয় নিয়ে ধন্দে পুলিশ। পরিবার সূত্রে দাবি, পাশের বাড়িটি বর্তমানে ফাঁকাই পড়ে থাকে। এর আগে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের সঙ্গে যথেষ্টই বিবাদ ছিল সেই পরিবারের। ১৩ তারিখ রাত্রিবেলা পাশের বাড়ির একজন সদস্য তিন ঘণ্টার জন্য বাড়িতে এসেছিলেন বলে দাবি করছেন পলাশ পাল। এমনকি বাড়ির মূল ফটকে লাগানো সিসি ক্যামেরাতেও সেই ছবি উঠেছে বলে তার দাবি। গোটা বিষয়টি জানানো হয়েছে নেতাজি নগর থানার পুলিশকে। সম্পূর্ণ বিষয়টির বিস্তারিত তদন্ত করে দেখছেন তারা।

(Feed Source: news18.com)