পোর্ট অফ স্পেন: ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের (IND vs WI 2nd Test) চতুর্থ দিনের শুরুটা বল হাতে করেছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তাঁর বিধ্বংসী স্পেলে প্রথম সেশনে ঘণ্টাখানেকের মধ্যেই অল আউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন। ম্যাচ জয়ের জন্য উদ্যোগী ভারতীয় দলের হয়ে দুই ওপেনার বিধ্বংসী মেজাজে ইনিংসের শুরুটা করেন। তবে বিঘ্ন ঘটাল বৃষ্টি। ফলে সময়ের আগেই চায়ের বিরতি নিতে বাধ্য হলেন আম্পায়াররা।
ওয়েস্ট ইন্ডিজকে ২৫৫ রানে অল আউট করে দেওয়ার পর ভারতীয় দলের ওপেনাররা ছয়ের অধিক রান প্রতি ওভার গড়ে রান তুলতে থাকেন। দুই ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ৯৮ রান যোগ করেন। মাত্র ৩৫ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তবে তাঁর ইনিংস থামান শ্যানন গ্যাব্রিয়েল। ৪৪ বলে ৫৭ রানে আউট হন রোহিত। নাগাড়ে তৃতীয় ম্যাচে শতরানের পার্টনারশিপ গড়ার সুযোগ হাতছাড়া করলেন ভারতীয় ওপেনাররা।
রোহিত আউট হওয়ার পরপরই যশস্বী জয়সওয়ালও ৩৮ রানে আউট হন। চায়ের বিরতিতে ভারতের স্কোর ১১৮/২। বর্তমানে ঈশান কিষাণ আট ও শুভমন গিল ১০ রানে ব্যাট করছেন। রানের গতি বাড়ানোর লক্ষ্যেই সম্ভবত ঈশান কিষাণকে বিরাট কোহলির আগে ব্যাটে নামানো হয়েছে। এরপরেই বৃষ্টির জন্য ম্যাচ থামাতে হয়। চায়ের বিরতিও আগেই নেওয়া হয়েছে। তিন ঘণ্টা ১৫ মিনিটের শেষ সেশন হবে।
It’s Tea on Day 4!
Play to resume at 14.45 Local Time (00.15 AM IST).
Scorecard ▶️ https://t.co/d6oETzoH1Z#TeamIndia | #WIvIND pic.twitter.com/vYcscbkfgy
— BCCI (@BCCI) July 23, 2023
(Feed Source: abplive.com)