দেবব্রত মোহান্তি
বড় প্রতারণার খোঁজ মিলছে এবার।আর তাতেও চিনা যোগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৪০ বছর বয়সি এক চিনা নাগরিকের বিরুদ্ধে এবার লুক আউট নোটিশ জারি করেছে। সে ঝেনজিয়াং প্রদেশের বাসিন্দা। ভারতে থাকা সহযোগীদের সহযোগিতায় সে চিনে বসে এই প্রতারণার চক্র চালাচ্ছে বলে অভিযোগ। এখনও পর্যন্ত ভারত থেকে ১০০ কোটি টাকা সে তুলে নিয়েছে। মুকেশ আম্বানি, অমিতাভ বচ্চনের মতো ব্যক্তিত্বদের ছবি ব্যবহার করে সে এই প্রতারণার ফাঁদ পেতেছিল বলে অভিযোগ।
ওড়িশা পুলিশের ইকোনমিক অফেন্স উইং জানিয়েছে, লুক আউট নোটিশ জারি করা হয়েছে গুয়ান হুয়া ওয়াংয়ের বিরুদ্ধে। তার কোম্পানি রয়েছে বেঙ্গালুরুতে। নাম বেট্টেক টেকনোলজিস প্রাইভেট লিমিটেড। গেম শোয়ের মাধ্যমে সে টাকা ডবল করে দেওয়ার ফাঁদ পাতত। মূলত Dice, Quickwrummy, Fly aviator, Weonlinepro, Three, MVP Trader, Ft11, UNO, ForexDana, Live 22 Cash, Aviator X, City5m, Homer Alexander নামে অ্যাপের মাধ্যমে সে প্রতারণার জাল বিছিয়েছে ভারতে।
ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ( ইকোনমিক অফেন্স উইং) ওড়িশা পুলিশের তরফে জয় নারায়ণ পঙ্কজ জানিয়েছেন, একটা মামলা রুজু করা হয়েছে। এই মামলায় আগও চারজন চিনার বিরুদ্ধে মামলা শুরু হয়েছিল।
ভারতীয়দের বোকা বানিয়ে টাকা হাতানোর জন্য সে অমিতাভ বচ্চন, সচিন, টাটা, আম্বানি, অক্ষয় কুমার, মণিষ পালের ছবিও ব্যবহার করত।এভাবে সে ১০০ কোটি টাকা হাতিয়েছে।
ইনস্টাগ্রাম ও ইউ টিউবে সে টাটা কোম্পানির লোগো ব্যবহার করত বলে অভিযোগ। মানুষের বিশ্বাস অর্জনের জন্য় এসব করত। কিন্তু কোনওভাবে টাটার বা কোনও বিখ্যাত কোম্পানি বা ব্যক্তিত্বের সঙ্গে এই প্রতারণার যোগ নেই। এমনকী কম খ্যাত টিভি স্টাররা এই অনলাইন অ্যাপের প্রচারও করেছেন। এভাবেই ফাঁদ পাতা হয়েছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ২০১৯ থেকে ২০২০ সালের মধ্য়ে ৬ বার বেঙ্গালুরুতে এসেছে ওই চিনা ব্যক্তি। এরপর চিনে বসেই সে কারবার চালাত। ভারতের একাধিক এজেন্টকে সে কাজে লাগাত। সব মিলিয়ে প্রায় ১০০০ কোটির লেনদেন হয়েছে বলে খবর। সব মিলিয়ে তাদের অ্যাকাউন্ট থেকে এখনও পর্যন্ত ৭০ লাখ ফ্রিজ করা হয়েছে।
এদিকে হায়দরাবাদ সাইবার পুলিশও চাকরি সংক্রান্ত বড় প্রতারণার পর্দাফাঁস করেছে। সেখানে একাধিক চিনা নাগরিক জড়িত বলে অভিযোগ। এবার ওড়িশা পুলিশ এক চিনা নাগরিকের বিরুদ্ধে লুক আউন নোটিশ জারি করল।
(Feed Source: hindustantimes.com)