অমিত শাহের সঙ্গে জরুরি বৈঠকে বঙ্গ বিজেপি, লোকসভা নির্বাচনের রোড ম্যাপ তৈরি হবে

অমিত শাহের সঙ্গে জরুরি বৈঠকে বঙ্গ বিজেপি, লোকসভা নির্বাচনের রোড ম্যাপ তৈরি হবে

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আজ, মঙ্গলবার রাতেই দিল্লিতে অমিত শাহের সঙ্গে জরুরি বৈঠকে বসছে বঙ্গ বিজেপি। ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে রোড ম্যাপ তৈরি হবে এই দিনের বৈঠকে বলেই বিজেপি সূত্রের খবর।

আজ. মঙ্গলবার রাতের বৈঠকে শুভেন্দু অধিকারী ছাড়াও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও থাকার কথা। বাংলায় বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি-সহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে। লোকসভা ভোটের আগে বিরোধী দলনেতার পাশাপাশি শুভেন্দু অধিকারীকে বাড়তি দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর। পঞ্চায়েত ভোটের রেশ কাটতে না কাটতেই এবার লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল গেরুয়া শিবির। আজকের বৈঠকে বর্তমানে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নানান বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ জানাবেন বঙ্গ বিজেপি নেতারা।

বাংলায় বিজেপির বুথ স্তরের সংগঠন এখনও পর্যন্ত অনেক জায়গাতেই কার্যত নড়বড়ে। সেই সব জায়গায় কীভাবে বিজেপির সংগঠনকে শক্তিশালী করা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বঙ্গ বিজেপির প্রথম শ্রেণীর নেতাদের আজ দেবেন বলে মনে করছে রাজনৈতিক মহল। লোকসভা নির্বাচনকে পাকিস্তানের গোটা দেশজুড়েই সাংগঠনিক পরিকাঠাময় বেশ কিছু বদল এনেছে গেরুয়া শিবির। এবার কি এ রাজ্যের ক্ষেত্রেও সেই ধরনের কোনও সাংগঠনিক রদবদল করবে কেন্দ্রীয় নেতৃত্ব? এই প্রশ্ন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। দিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সমন্বয় বৈঠকে উপস্থিত থেকে গতকাল, সোমবার গভীর রাতে কলকাতায় ফিরেছেন শুভেন্দু অধিকারী।

ফের তড়িঘড়ি শুভেন্দু অধিকারীকে আজই দিল্লিতে তলব রাজনৈতিকভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহুল মহল। যদিও আজকের বৈঠক নিয়ে সংবাদ মাধ্যমের সামনে সেভাবে মুখ খুলতে চাননি শুভেন্দু অধিকারী। শুধু বলেছেন, ‘সাংগঠনিক কিছু বিষয় আলোচনার জন্যই তাঁর মঙ্গলবারের দিল্লি সফর’।

(Feed Source: news18.com)