বাংলায় BJP-কে ক্ষমতায় আনাই লক্ষ্য, মোদীর মন্ত্রিত্বের প্রস্তাব ফেরালেন সুকান্ত

বাংলায় BJP-কে ক্ষমতায় আনাই লক্ষ্য, মোদীর মন্ত্রিত্বের প্রস্তাব ফেরালেন সুকান্ত

প্রধানমন্ত্রীর মন্ত্রিত্বের প্রস্তাব ফেরালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। এর পরই তিনি মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন বলে বিজেপি সূত্রে খবর পাওয়া যায়। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়েছেন সুকান্তবাবু।

মঙ্গলবার স্ত্রী ও ২ কন্যার সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন সুকান্তবাবু। সুকান্তবাবু তাঁর স্ত্রী কোয়েলদেবী ও ২ কন্যার সঙ্গে নানা বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে সুকান্তবাবু বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের দারুণ সময় কেটেছে। পারিবারিক কিছু কথা হয়েছে। উনি আমাকে বললেন, এত লুঠপাট সত্বেও পঞ্চায়েত নির্বাচনে বিজেপি যে ১১ হাজার আসন পেয়েছে সেটা বড় ব্যাপার। আপনারা লড়াই করেছেন বলেই এটা সম্ভব হয়েছে’।

এর পরই বিজেপি সূত্রে জানা যায়, কেন্দ্রে পূর্ণ মন্ত্রী হতে চলেছেন সুকান্তবাবু। কেন্দ্রীয় মন্ত্রিসভার আসন্ন রদবদলে জায়গা পেতে চলেছেন তিনি। কিন্তু কিছুক্ষণ পর সুকান্তবাবুর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, কেন্দ্রীয় মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সুকান্তবাবু।

এদিন প্রধানমন্ত্রী সুকান্তকে মন্ত্রিসভার সদস্য হওয়ার প্রস্তাব দিয়ে প্রশ্ন করেন, আপনার কী মত? জবাবে সুকান্তবাবু বলেন, ‘আমি সংগঠনের কাজে থাকতে চাই। বাংলায় দলের সংগঠনকে মজবুত করা বিজেপিকে ক্ষমতায় আনাই আমার একমাত্র লক্ষ্য।’ সুকান্তবাবুর মতকে প্রধানমন্ত্রী সম্মান জানিয়েছেন বলে সূত্রের খবর।

কেন্দ্রীয় মন্ত্রিসভার আসন্ন রদবদলে বাংলা থেকে ২ জন পূর্ণ মন্ত্রী হতে চলেছেন বলে সূত্রের খবর। সেই তালিকায় সবার ওপরে ছিল সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষের নাম।

(Feed Source: hindustantimes.com)