দুর্গাপুজোর মতো মহরমেও বাজনা বাজাতে হবে শব্দবিধি মেনে, নির্দেশ কলকাতা হাইকোর্টের

দুর্গাপুজোর মতো মহরমেও বাজনা বাজাতে হবে শব্দবিধি মেনে, নির্দেশ কলকাতা হাইকোর্টের

মহরমের দিন বাজনা বাজাতে হবে শব্দবিধি মেনে। বৃহস্পতিবার এই নির্দেশ জারি করল কলকাতা হাইকোর্ট। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এইমর্মে কলকাতা পুলিশকে বিজ্ঞপ্তি জারি করতে বলে। সঙ্গে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে শব্দবিধি মেনে বাজনা বাজানো হচ্ছে কি না তার ওপর নজরদারি করতে বলেছে আদালত।

এদিন কলকাতা হাইকোর্ট জানিয়েছে, মহরমের বাজনা বাজাতে হবে শব্দবিধি মেনে। অর্থাৎ শব্দমাত্রা কোনও ভাবেই ৬০ ডেসিবেল ছাড়াতে পারবে না। মহরমের দিন পর্যন্ত জারি থাকবে এই নির্দেশিকা। জনগণকে এব্যাপারে সতর্ক করতে বিজ্ঞপ্তি জারি করতে হবে কলকাতা পুলিশকে। এছাড়া মহরমের দিন সব জায়গায় শব্দবিধি মেনে বাজনা বাজানো হচ্ছে কি না তার ওপর নজরদারি করতে হবে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে।

মহরমের আগে ও মহরমের দিন বিভিন্ন জায়গায় জোরে বাজনা বাজানো হয় বলে কলকাতা হাইকোর্টে অভিযোগ জমা পড়ে। আবেদনকারী জানান, এর ফলে অসুস্থ ও বৃদ্ধদের খুব সমস্যা হয়। সমস্যা হয় গৃহপালিত পশুদের। তাই দুর্গাপুজোর মতো মহরমেও বাজনা বাজানোর শব্দমাত্রা বেঁধে দেওয়া হোক। এবছর মহরম ২৯ জুলাই। তার এক দিন আগে এল হাইকোর্টের রায়।

(Feed Source: hindustantimes.com)