কলকাতা: বাংলাদেশের নিজের বাড়ির রান্না ইলিশের থেকেও কলকাতার রেস্তরাঁর ইলিশের স্বাদ অতুলনীয়। যখন বাংলাদেশের পদ্মা মেঘনার ইলিশের দিকে তাকিয়ে থাকেন এপার বাংলার বাসিন্দারা, তখন কলকাতায় এসে এই অকপট স্বীকারোক্তি বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদের। এসেছেন কলকাতায় পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনে। কলকাতার নন্দন ১, ২ ও তিন নম্বর হলে বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে দেখানো হল বেশ কিছু অন্য ধরনের ছবি।
বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে কলকাতা প্রেস ক্লাবের সম্পর্ক অনেক দিনের। তাই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে এলেও কলকাতা প্রেস ক্লাবে আসতে ভোলেননি হাছান মাহমুদ। প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। প্রেস ক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করেন হাছান মাহমুদ।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে সে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু মুজিবের কন্যা না থাকলে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকত না। বাকি দল ভারত বিদ্বেষকে পুঁজি করে অপপ্রচার করে। তিনি বলেন, বাংলাদেশে মানবাধিকার অনেক বেশি সুরক্ষিত। মার্কিন যুক্তরাষ্ট্রের যেভাবে সংখ্যালঘুদের ওপর আক্রমন করে, এসব আমাদের এই এলাকায় হয় না। ইউরোপ কিছুটা ভাল হলেও ফ্রান্সে কী হল! বাংলাদেশের জিডিপি ৬৫ থেকে জিডিপিতে ৩১ তম দেশ। আগামী কয়েক বছরে তা ২৫-শে উন্নীত হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
বাংলাদেশ থেকে এলে ইমিগ্রেশন পয়েন্টে ডেঙ্গির জন্য রক্ত পরীক্ষা করার কলকাতা পুরসভার প্রস্তাব প্রসঙ্গে সে দেশের মন্ত্রী বলেন, ভারতের আসার জন্য টেস্ট করতে হবে এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। করোনার সময়ে টেস্ট করা হয়েছিল। এটা নিয়ে আমাদের আপাতত কিছু জানানো হয়নি বলে জানালেন বাংলাদেশের তথ্যও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ।
তবে ইলিশ সম্পর্কে নস্টালজিক সে দেশের মন্ত্রী নিজে ও। বাংলাদেশের ইলিশ নিয়ে তিনি জানান, ইলিশ রপ্তানি গত দু’মাসে ৫ দিন বন্ধ ছিল। কিন্তু এখনও রফতানি আবার শুরু হয়েছে বলে জানান তিনি। তবে দেশের নিজের বাড়িতে যে ইলিশ খেয়েছেন তার থেকে কলকাতা রেস্তরাঁতে অনেক ভাল ইলিশ খেয়েছেন বলে দাবি করলেন মন্ত্রী।
ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আমাদের দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। যার জন্য বিশ্বস্বাস্থ্য সংস্থা আমাদের সতর্ক করেছে। ঢাকা শহরে জনঘনত্ব অনেক বেশি। আমরা করোনা মোকাবিলা করেছি। তবে এটা ভাল দিক যে ঢাকার উত্তরের মেয়র কলকাতা পুরসভার মেয়রের সঙ্গে যোগাযোগ করছেন। এটাই দু’দেশের সুসম্পর্ক পরিচয় দিচ্ছে বলে জানান বাংলাদেশের তথ্যও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।