জমে উঠেছে নাচের রিয়্যালিটি শো ‘Dance বাংলা Dance’। প্রত্যেক সপ্তাহন্তেই এই শোয়ে নতুন কিছু উপহার পান দর্শকরা। এই সপ্তাহেও তার অন্যথা হবে না। এবার ‘Dance বাংলা Dance’-এ নতুন চমক নিয়ে হাজির হবেন মহাগুরু মিঠুন চক্রবর্তী ও বিচারক শুভশ্রী, শাবন্তী, মৌনিরা। এবার ডান্স বাংলা ডান্সের আসর জমাতে চমক হিসাবে থাকছে ‘গৌরী এলো’ ধারাবাহিকের ‘গৌরী’ ওরফে অভিনেত্রী মোহনা মাইতির জমকালো পারফরম্যান্স।
‘Dance বাংলা Dance’-এর মঞ্চে জমজমাট প্রতিযোগিতা গৌরী এলো ধারাবাহিকের গৌরীর সঙ্গে প্রতিযোগিতায় সামিল হয়েছেন বাগুইআটির প্রিয়াঙ্কা। সঙ্গে জমিয়ে দিয়েছেন হুগলির স্নেহা। তাঁর পারফরমেন্সও মন মাতাবে! জি বাংলার নতুন প্রমোতে উঠে এসেছে তারই ঝলক। এদের পারফরম্যান্স দেখে প্রশংসায় মঞ্চমুখ হয়েছেন শুভশ্রী, শ্রাবন্তী ও মৌনি। শুভশ্রীকে বলতে শোনা যায়, ‘একটা দৈবিক এক্সপিরিয়েন্স হল! মৌনিকে বলতে শোনা যা ’অবিশ্বাস্য!’ প্রশংসায় ভরিয়ে দেন শ্রাবন্তীও।
এদিকে ‘Dance বাংলা Dance’-এর এই প্রমোর নিচে ভালোবাসায় ভরিয়েছেন নেটনাগরিকরা। অনেকেই রিয়্যালিটি শোয়ের এই এপিসোডটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন। অন্য়ান্য রিয়্যালিটি শো গুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ‘Dance বাংলা Dance’-। এই শোয়ে সঞ্চালকের আসনে রয়েছেন অঙ্কুশ হাজরা। প্রতি সপ্তাহেই এই রিয়্যালিটি শোয়ে কোনোও না কোনও চমক থাকে। তার মধ্যে ‘গৌরী এলো’ ধারাবাহিক ও অভিনেত্রী মোহনা মাইতিরও আলাদা জনপ্রিয়তা রয়েছে। সেকথা মাথায় রেখেই এই এপিসোডটি নিয়ে আশাবাদী নির্মাতারা।
এদিকে শুধু নাচ নয়, প্রতিযোগিদের পারফরম্যান্সের ফাঁকে নানান হাসি, মজায় শোটি জমিয়ে তুলতে দেখা যায় সঞ্চালক অঙ্কুশ হাজরা ও মহাগুরু মিঠুন চক্রবর্তীকে ‘মহাগুরু’ হিসাবে বরাবরই মিঠুন এই শোয়ের আলাদা আকর্ষণ।
(Feed Source: hindustantimes.com)