World’s Largest Museum: বিশ্বের সর্ববৃহৎ মিউজিয়াম তৈরি হচ্ছে ভারতে, ঘরের সংখ্যা গুনতেই সময় লাগবে এক দিন?

World’s Largest Museum: বিশ্বের সর্ববৃহৎ মিউজিয়াম তৈরি হচ্ছে ভারতে, ঘরের সংখ্যা গুনতেই সময় লাগবে এক দিন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বের বৃহত্তম জাদুঘর তৈরি হচ্ছে ভারতেই। দিল্লির বুকে জাতীয় সংগ্রহশালার নাম দেওয়া হয়েছে ‘যুগে যুগেন মিউজিয়াম’। পুরনো সংসদ ভবনের সাউথ এবং নর্থ ব্লক জুড়ে এই নতুন জাদুঘর নির্মিত হবে বলে জানিয়েছে কেন্দ্র। কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা এই মিউজিয়ামটি প্যারিসের ল্যুভরে মিউজিয়ামকেও দেখনদারিতে হার মানাতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সূত্রের খবর, ১ লক্ষ ১৭ হাজার বর্গমিটার আয়তনে তৈরি হবে এই জাদুঘর। এই জাদুঘরে দেশের ৫০০০ বছরের ইতিহাস ধরা থাকবে ৯৫০টি কক্ষে। যা বিশ্বে সর্বোচ্চ।  ভারতের পাঁচ হাজার বছরের পুরনো ইতিহাসের উল্লেখ এবং নিদর্শন থাকবে ‘যুগে যুগে ভারত’-এ, এমনটাই জানান হয়। বুধবার ‘ইন্টারন্যাশনাল এগ্‌জিবিশন কাম কনভেনশন সেন্টার (আইইসিসি)’ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে নয়া দিল্লির প্রগতি ময়দানে ৪৭তম আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে আসন্ন জাতীয় জাদুঘরের ভার্চুয়াল ওয়াক উদ্বোধন করেন।

‘যুগে যুগে ভারত’ জাদুঘরে মোট আটটি বিভাগ থাকবে বলে জানা গিয়েছে। সেগুলি হল- প্রাচীন থেকে মধ্যযুগ, মধ্যযুগ, মধ্যযুগ থেকে উত্তরণ পর্ব, আধুনিক ভারত, ঔপনিবেশিক শাসন, স্বাধীনতা সংগ্রাম এবং ১৯৪৭ পরবর্তী সময়ের ইতিহাস। মৌর্য সাম্রাজ্যের উত্থান ও বিস্তারের পাশাপাশি সাতবাহন, পল্লব ও কুষাণ,গুপ্ত রাজবংশ, রাষ্ট্রকূট,চালুক্য রাজবংশের পাশাপাশি মতো মধ্যযুগের সুলতানি ও মুঘল যুগের ইতিহাসও সংকলিত থাকছে৷

ইতিহাসের নানা দিক তুলে ধরা হবে। এছাড়াও ভারতের প্রাচীন শহর পরিকল্পনা পদ্ধতি, বেদ, উপনিষদ, প্রাচীন চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন পুঁথি, তথ্য এবং নিদর্শন রাখা হবে এই সংগ্রহশালাটিতে। সূত্রের খবর, ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস-এ রাখা প্রাচীন চিত্রকলা, ভাস্কর্য, পাণ্ডুলিপি, সংগ্রহ এবং সাংস্কৃতিক নিদর্শন এই জাদুঘরে সরিয়ে আনা হতে পারে৷

(Feed Source: zeenews.com)