নবীন প্রজন্মদের জন‍্য সুর্বণ সুযোগ! এবার ফোনে চলচ্চিত্র ক্লাস করাবে এফটিআইআই

নবীন প্রজন্মদের জন‍্য সুর্বণ সুযোগ! এবার ফোনে চলচ্চিত্র ক্লাস করাবে এফটিআইআই

সোশ্যাল মিডিয়া ও ভাইরালের যুগে ভিডিও করতে খুবই আগ্রহী বর্তমান প্রজন্ম। দেশের নবীন প্রজন্মদের কাছে তথ্যচিত্র বানানোটাও বেশ জনপ্রিয় একটি পেশা হয়ে উঠেছে। তাই, কীভাবে এই বিশেষ চলচ্চিত্র বানানো যেতে পারে, কী কী বিষয় জানার প্রয়োজন এটিকে পেশা হিসেবে বেছে নিতে, সঠিক প্রশিক্ষণ কোথায় পাওয়া যায় তা জানা খুবই জরুরি। এবার সেই প্রশিক্ষণই ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া দিতে চলেছে। অনলাইনে এই প্রশিক্ষণ শিবির চলবে চলতি বছরের ১৮ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

কারা আবেদন করতে পারবেন?

দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ পড়ুয়ারা এই বিশেষ কোর্সে আবেদন করতে পারবে। তবে শর্তসাপেক্ষে দশম উত্তীর্ণদেরও অনলাইন ক্লাসে আবেদন করতে পারবে। এছাড়াও স্নাতকোত্তীর্ণ পড়ুয়া, শিক্ষক, পেশাদার ব্যক্তিরাও আবেদন করতে পারবেন।

কীভাবে শেখানো হবে?

করোনা পরিস্থিতির কারণে পড়ুয়ারা অনলাইন মাধ্যমের সঙ্গে পরিচত হয়ে উঠেছেন। তাই, দেশের সমস্ত পড়ুয়াদের সুবিধের স্বার্থে এই কোর্সের ক্লাসও অনলাইনেই করানো হবে।

এই কোর্সের জন্য নাম নথিভুক্ত করার শেষদিন ২৮ অগস্ট। ক্লাস এবং অন্যান্য বিষয়ে জানতে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, পুনের ওয়েবসাইট দেখে নিতে হবে।

কোর্স সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ‍্য তথ্য:

১- সন্ধ্যে সাতটা থেকে রাত ন’টা পর্যন্ত ক্লাস করানো হবে।

২- মোট ১০ দিন ক্লাস হবে। ৪০ জন পড়ুয়াকে নিয়ে ক্লাস করানো হবে।

৩- ১৮ বছর উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে কোর্স চলবে।

৪- ইংরেজি এবং হিন্দি ভাষায় ক্লাস হবে।

৫- নাম নথিভুক্ত করার জন্য অনলাইনে আবেদন করতে হবে।

৬- ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ-এর ভিত্তিতে ক্লাসের জন্য নাম নথিভুক্ত করা হবে।

৭- নাম নথিভুক্ত করার জন্য কোর্স ফি জমা দিতে হবে।

৮- কোর্স ফি হিসাবে পাঁচ হাজার ৬০০ টাকা জমা নেওয়া হবে।

৯- ক্লাস করার জন্য ওয়েবক্যাম-সহ ডেস্কটপ/ ল্যাপটপ/ স্মার্টফোন থাকা আবশ্যক।

https://www.ftii.ac.in/p/ftii-online-1/basic-course-on-smartphone-documentary-from-18-to-27-september-2023 – এই লিঙ্ক থেকে বিস্তারিত জানতে পারবে পড়ুয়ারা।

(Feed Source: news18.com)