সেমিকনডাক্টরিং সংস্থা বিনিয়োগে আগ্রহী হলে অর্ধেক খরচ বহল করবে মোদী সরকার

সেমিকনডাক্টরিং সংস্থা বিনিয়োগে আগ্রহী হলে অর্ধেক খরচ বহল করবে মোদী সরকার

মোবাইল থেকে ক্যামেরা, মোটরগাড়ি থেকে ফ্রিজ, বৈদ্যুতিন ও প্রযুক্তি ক্ষেত্রের প্রতিটি ইউনিট প্রস্তুত করতেই প্রয়োজন সেমিকনডাক্টরিং প্রযুক্তি। বলা ভালো, সেমিকনডাক্টরিং ছাড়া তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে একেবারে অচল। কিন্তু এই জোগান দেয় কেবলমাত্র দুটি দেশ। সেমিকনডাক্টরিং প্রযুক্তির জন্য ভারত সহ গোটা বিশ্ব কার্যত তাকিয়ে থাকে চিন, তাইওয়ানের দিকে।

এদিকে ডিজিটাল প্রযুক্তিতে জোর দিতে বেশ কিছু দিন ধরেই উঠেপড়ে লেগেছে ভারত সরকার। নরেন্দ্র মোদী বারংবার আইটি সেক্টরের দখল নিতে নানান পরিকল্পনা, চুক্তি করছেন। বেশ কিছু উৎপাদন সংক্রান্ত নীতিও এনেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু, বেদান্ত ও ফক্সকন গোষ্ঠীর গাঁটছড়া ভেঙে যাওয়ায় ভারতে সেমিকনডাক্টর তৈরির সেই লক্ষ্য সম্প্রতি প্রশ্নের মুখে পড়ে। তবে আশার কথা গতকাল অর্থাৎ শুক্রবার গুজরাটের গান্ধীনগরে সেমিকনডাক্টর সম্মেলন সেমিকন ইন্ডিয়া ২০২৩ উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ক্ষেত্রে লগ্নি টানতে আরও একবার দরজা খুলে দিলেন বিনিয়োগকারীদের জন্য। এই প্রসঙ্গে নরেন্দ্র মোদী ঘোষণা করেন, ভারতে কারখানা গড়লে কোনও সেমিকনডাক্টর সংস্থা ৫০ শতাংশ পর্যন্ত আর্থিক সাহায্যও পাবে। এবার দেখার কোন পথে বিনিয়োগ আসে দেশে।

প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর সংশ্লিষ্ট মহল মনে করছে, একই সাথে দুটি উদ্দেশ্য সাধন করতে চাইছেন মোদী। আজকের বিশ্বে মানুষের প্রায় প্রতিটি মুহূর্তের সঙ্গে জড়িয়ে রয়েছে বৈদ্যুতিন প্রযুক্তি, ফলে সেমিকনডাক্টরের চাহিদা বাড়ালেও বিপুল। এমনকি কোভিড-১৯ এর সময়ে এর জোগানে ঘাটতিও দেখা যায়, ফলে দামও ছিল উর্ধ্বমুখী।

একদিকে কেন্দ্রীয় সরকারের ডিজিটাল প্রযুক্তির উন্নয়নে বিশ্বের কাছে বার্তা দিতে চেয়েছিল। সম্মেলনের মঞ্চ থেকেই তা সফল ভাবে সম্পন্ন করা গেছে। অন্যদিকে, আগামী বছরের লোকসভা ভোটের আগে বিপুল লগ্নির প্রতিশ্রুতি অনেকটাই এগিয়ে রাখবে মোদীকে। বেদান্ত, ফক্সকন, মাইক্রন টেকনোলজি, অ্যাডভান্স মাইক্রো ডিভাইসেস (এএমডি)-সহ একগুচ্ছ বহুজাতিক সংস্থার শীর্ষ কর্তাদের উপস্থিতিতে মোদী সেমিকন ইন্ডিয়া সম্মেলনে বলেন, গত এক বছরে প্রশ্নটা বদলে গিয়েছে। ‘কেন ভারতে লগ্নি?’ থেকে প্রশ্নটা হয়েছে ‘কেন নয়?’ বহুজাতিক সংস্থার শিল্পকর্তারাও ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন। উল্লেখযোগ্য ভাবে দেশজুড়ে ৩০০টি কলেজ সেমিকনডাক্টরের পাঠক্রমের জন্য চিহ্নিত করা হয়েছে।

(Feed Source: hindustantimes.com)