চলছিল গরু পাচার, বিএসএফের গুলিতে মৃত্যু হল এক গরু পাচারকারীর

চলছিল গরু পাচার, বিএসএফের গুলিতে মৃত্যু হল এক গরু পাচারকারীর

মুর্শিদাবাদ: বিএসএফের গুলিতে মৃত্যু হল এক গরু পাচারকারীর। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে ভারত বাংলাদেশ সীমান্ত মুর্শিদাবাদের জলঙ্গি থানার সরকারপাড়া এলাকায়। মৃতের নাম মমিনুল হক(৪২)। বাড়ি জলঙ্গি থানার জিন্নাতপাড়া এলাকায়। ঘটনাস্থল থেকে বিএসএফ মৃতদেহ উদ্ধার করে সাদিয়ারদিয়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা মৃত ঘোষণা করলে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকলের এসডিপিও সহ জলঙ্গি থানার বিশাল পুলিশ বাহিনী।

রবিবার গভীর রাতে ভারত বাংলাদেশ সীমান্ত জলঙ্গি থানার সরকারপাড়া এলাকায় রাতের অন্ধকারে গরু পাচার করার চেষ্টা করছিল বেশ কয়েকজন পাচারকারী। অভিযোগ বাধা দেওয়ায় বিএসএফকে লক্ষ্য করে বোমাবাজি করে গরু পাচার করার চেষ্টা করছিল পাচারকারীরা। সেইসময় পাল্টা বিএসএফ গুলি ছোঁড়ে আর সেইগুলিতে মৃত্যু হয় ওই গরু পাচারকারী মমিনুল হকের। ঘটনাস্থলেই মৃত্যু হয়। বিএসএফ দেহ উদ্ধার করে প্রথমে সাদিখারদিয়ার গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এলাকাবাসী পিন্টু মন্ডল বলেন, এই সময় পাটের গাছগুলি বড় হয়ে যাওয়ায় সেই সুযোগ নিয়ে সীমান্তে গরু পাচার বেড়ে যায়। মাঝেমধ্যেই বি এস এফ ও পাচারকারীদের মধ্যে গুলি চলে, পাচারকারীরা বোমাবাজি করে। অন্যদিকে এই ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারজুড়ে। জানা যায় মমিনুল হক কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করে। ইদের আগে বাড়ি ফিরেছে সে। পরিবারের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এলাকায় সকলের কাছে পরিচিত। মমিনুল কোনোভাবেই গরু পাচারের সঙ্গে যুক্ত থাকতে পারেনা বলে দাবি এলাকাবাসীদের।

এলাকাবাসী নীলুফা বিবি বলেন, মমিনুল কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করে। যখনই বাড়িতে ফেরে গ্রামের সকলের সঙ্গে খুব ভালো করে কথা বলে। খুব কষ্ট করে পরিশ্রম করে বাড়িটা তৈরি করেছে। তাহলে কি করে ও গরু পাচারকারী হতে পারে। ওকে মিথ্যা অভিযোগে খুন করা হয়েছে। স্ত্রী পিনা বিবি বলেন, আমাদের আসল বাড়ি বাংলাদেশে। কিন্তু ১৫-১৬ বছর ধরে আমরা জলঙ্গিতেই স্থায়ীভাবে বসবাস করি। আমার স্বামী কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করে, ঈদে বাড়ি ফিরেছে। দুদিন ধরে সীমান্তে রাখালের কাজ করতে গরু নিয়ে যাচ্ছিল। আমার স্বামী গরু পাচারের সঙ্গে জড়িত নেই। গরু পাচারকারী সন্দেহে ওকে মিথ্যা অভিযোগে এইভাবে মেরে ফেলা হল। আমি বিচার চাই।

(Feed Source: news18.com)